কৃষিমন্ত্রক

প্রত্যেকের কাছে অন্ন পৌঁছে দিতে সমস্ত প্রতিকূলতা সত্বেও কৃষক ও কৃষি শ্রমিকরা কঠোর পরিশ্রম করে চলেছেন

Posted On: 25 APR 2021 1:19PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ এপ্রিল, ২০২১

 

বর্তমান মহামারীজনিত পরিস্থিতির মধ্যেও যাবতীয় বাধা-বিপত্তি উপেক্ষা করে কৃষক ও কৃষি শ্রমিকরা নিরন্তর কাজ করে চলেছেন যাতে সাধারণ মানুষের কাছে অন্ন পৌঁছে দেওয়া যায়। এদের নিরব থেকে নিরবচ্ছিন্ন ভাবে কাজ করে চলার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি উপযুক্ত সুযোগ-সুবিধা প্রদানে সময়মত পদক্ষেপ গ্রহণ করে চলেছে। উদ্দেশ্য হল – কৃষি কাজে যেন কোন রকম বিঘ্ন না ঘটে এবং প্রতিকূল পরিবেশের প্রভাব ন্যূনতম করা যায়। সরকারের সুপরিকল্পিত প্রয়াসের ফলে রবি শস্য ঘরে তোলার কাজ সময়মত শুরু হয়েছে এবং কৃষকদের স্বার্থে এই শস্য সংগ্রহের কাজও যথা সময়ে শুরু হবে। 
এবার ৩ কোটি ১৫ লক্ষ হেক্টরের বেশি জমিতে রবি শস্যের চাষ হয়েছিল। এরমধ্যে ৮১.৫৫ শতাংশ জমি থেকে রবি শস্য ইতিমধ্যেই ঘরে তোলা হয়েছে। রাজস্থানে রবি শস্য ঘরে তোলার কাজ ৯৯ শতাংশ, মধ্যপ্রদেশে ৯৬ শতাংশ, উত্তরপ্রদেশে ৮০ শতাংশ, হরিয়ানায় ৬৫ শতাংশ এবং পাঞ্জাবে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে রবি শস্য ঘরে তোলার কাজ পুরোদমে চলছে এবং মনে করা হচ্ছে চলতি মাসের শেষ নাগাদ এই প্রক্রিয়া শেষ হবে। 
একই ভাবে ডাল শস্য, ইক্ষু ও অন্যান্য রবি শস্য ঘরে তোলার কাজ পুরোদমে চলছে। পশ্চিমবঙ্গ সহ বিহার, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, হরিয়ানাতে ২০২০-২১ চিনি মরশুমে জমিতে আখ কাটার কাজ ৯২-৯৮ শতাংশ শেষ হয়েছে। 
শীতকালীন ধান চাষের পরিমাণ এবার ৪৫ লক্ষ ৩২ হাজার হেক্টর। এরমধ্যে, ১৮ লক্ষ ৭৩ হাজার হেক্টর জমি থেকে ধান ঘরে তোলা হয়েছে। কয়েকটি রাজ্যে পুরোদমে এই কাজ চলছে। অন্যদিকে, তৈলবীজ ও সর্ষে ঘরে তোলার কাজ পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ইতিমধ্যেই শেষ হয়েছে। হরিয়ানা ও পাঞ্জাবে এই কাজ প্রায় শেষের পথে। 
এবছর রবি শস্যের চাষ সঠিক সময়েই শুরু হয়েছিল, তাই ঘরে তোলার প্রক্রিয়াও সঠিক সময়ে শুরু হয়েছে। এজন্য কৃষক সমাজের প্রয়াস প্রশংসনীয়।

 

SDG/BD/AS/



(Release ID: 1713986) Visitor Counter : 94