প্রতিরক্ষামন্ত্রক
                
                
                
                
                
                
                    
                    
                        আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস-এর পক্ষ থেকে দিল্লির সরদার বল্লভ ভাই প্যাটেল কোভিড হাসপাতালে অতিরিক্ত পেশাদার স্বাস্থ্যকর্মী মোতায়েন করা হয়েছে
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                24 APR 2021 11:51AM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নতুনদিল্লি, ২৪ এপ্রিল,২০২১
 
করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আর্ম ফোর্সেস মেডিকেল সার্ভিসেস-এর পক্ষ থেকে দিল্লি সরদার বল্লভ ভাই প্যাটেল কোভিড হাসপাতালে পেশাদার স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে। ওই হাসপাতালে ২০২০ সালে ২৯৪ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ছিলেন। ২০২১-এ ৩৭৮ জনকে নিয়োগ করা হয়েছে। এর মধ্যে ৪৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।
গত ১৯ এপ্রিল ২৫০ টি শয্যা নিয়ে এটি পুনরায় চালু হওয়ার পর দু'ঘণ্টার মধ্যে সমস্ত শয্যা পূর্ণ হয়ে যায়।
 
CG/ SB
                
                
                
                
                
                (Release ID: 1713870)
                Visitor Counter : 206