পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক

ভারতের বেতন সংক্রান্ত প্রতিবেদন- সাধারন কর্মসংস্থানের পরিপ্রেক্ষিত

Posted On: 23 APR 2021 10:57AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ এপ্রিল, ২০২১

 

জাতীয় পরিসংখ্যান অফিস ( এন এস ও) এবং পরিসংখ্যান কর্মসূচি রূপায়ণ মন্ত্রক ২০১৭-র সেপ্টেম্বর থেকে ২০২১-এর ফেব্রুয়ারি  পর্যন্ত সময়কালের মধ্যে দেশের কর্মসংস্থান সৃষ্টির প্রতিবেদন প্রকাশ করেছে। এটি সংশ্লিষ্ট সরকারি সংস্থা গুলির কাছ থেকে প্রাপ্ত প্রশাসনিক রেকর্ডের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়েছে। কর্মসংস্থানের পরিসংখ্যানের এই সিরিজের এটি দ্বিতীয় সংস্করণ। মন্ত্রকের পক্ষ থেকে এর আগে কর্মসংস্থান সম্পর্কিত পরিসংখ্যান গুলির প্রথম রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

তিনটি বড় প্রকল্পের অধীনে যেসব গ্রাহক সুবিধা পেয়েছেন তাদের সংখ্যা সম্পর্কেও প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ( ইপিএফ), কর্মচারীদের রাজ্য বিমান পরিকল্পনা ( ই এস আই সি) এবং জাতীয় পেনশন প্রকল্প ( এন পি এস)।

এর পাশাপাশি মন্ত্রকের পক্ষ থেকে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের ( এম জি এন আর ই জি এ)-র আওতায় কতদিন কাজ হয়েছে সে তথ্য প্রকাশ করা হয়েছে।

 

CG/ SB



(Release ID: 1713576) Visitor Counter : 169