রেলমন্ত্রক
মুম্বাই থেকে প্রথম অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি ভাইজ্যাগ-এর উদ্দেশে রওনা
মুম্বাইয়ের কালামবোলি থেকে সাতটি খালি ট্যাঙ্কার বিশাখাপত্তনম থেকে চিকিৎসার জন্য ব্যবহৃত তরল অক্সিজেন বোঝাই করবে
কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে রেল আরও অক্সিজেন এক্সপ্রেস ট্রেন চালাতে প্রস্তুত
प्रविष्टि तिथि:
19 APR 2021 10:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ এপ্রিল, ২০২১
কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে জাতীয় প্রচেষ্টায় অবদান রাখতে ভারতীয় রেল অক্সিজেন এক্সপ্রেস ট্রেন চালাতে প্রস্তুত রয়েছে। মুম্বাই ডিভিশনের কালামবোলি গুড্স ইয়ার্ডে ট্যাঙ্কার থেকে চিকিৎসার জন্য ব্যবহৃত তরল অক্সিজেন ওঠানো-নামানোর জন্য ২৪ ঘণ্টার মধ্যেই সিঁড়ির বন্দোবস্ত করেছে। ইতিমধ্যেই কালামবোলি গুড্স ইয়ার্ড থেকে সাতটি খালি ট্যাঙ্কার আজ সন্ধ্যা ৮-০৫ নাগাদ বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টের উদ্দেশে রওনা হয়েছে। খালি এই ট্যাঙ্কারগুলিতে তরল অক্সিজেন বোঝাই করে সেগুলি পুনরায় কালামবোলি গুড্স ইয়ার্ডে নিয়ে আসা হবে। অক্সিজেন বোঝাই এই ট্রেনটি ভাসাই রোড, জলগাঁও, নাগপুর, রাইপুর জংশন দিয়ে যাতায়াত করবে। ইস্ট কোস্ট রেলের বিশাখাপত্তনম ডিভিশনে সেখানকার স্টিল প্ল্যান্ট থেকে চিকিৎসার জন্য ব্যবহৃত তরল অক্সিজেন খালি ট্যাঙ্কগুলিতে ভরা হবে।
উল্লেখ করা যেতে পারে ভারতীয় রেল দেশের সেবায় যে কোনও জরুরি পরিস্থিতিতে এমনকি, গত বছর লকডাউনের সময় অত্যাবশ্যক পণ্যসামগ্রীর সরবরাহ অব্যাহত রেখেছিল। রেল মন্ত্রক একাধিক রাজ্যের কাছ থেকে অক্সিজেন সরবরাহের অনুরোধ পেয়েছে। এর ভিত্তিতে মন্ত্রক একাধিক রুটে তরল অক্সিজেন পরিবহণের সম্ভাবনা খতিয়ে দেখতে পরীক্ষামূলকভাবে এ ধরনের ট্রেন চালানোর মহড়া শুরু করেছে।
CG/BD/DM/
(रिलीज़ आईडी: 1712917)
आगंतुक पटल : 137