কেন্দ্রীয়লোকসেবাআয়োগ

ইউপিএসসি আজ কোভিড-১৯ মহামারীর জেরে উদ্ভূত বর্তমান পরিস্থিতি বিষয়ে পর্যালোচনা করতে একটি বিশেষ বৈঠক করেছে

Posted On: 19 APR 2021 7:21PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ এপ্রিল, ২০২১

 

দ্রুত পরিবর্তিত পরিস্থিতি, স্বাস্থ্যগত বিষয়, সামাজিক দূরত্বের নিয়মাবলী সহ লকডাউনের বিধিনিষেধ পালন এবং মহামারীর জেরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন  (ইউপিএসসি) পর্যালোচনা বৈঠক করেছে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান পরিস্থিতির জন্য আপাতত  পরীক্ষা এবং সাক্ষাৎকার পর্ব পরিচালনা করা সম্ভব হবে না।

এমপ্লয়ি  প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইও / এও), নিয়োগ পরীক্ষা-২০২০ আগামী ৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তা  স্থগিত করা রয়েছে। এমনকি  আগামী ২০-২৩ এপ্রিল ভারতীয় অর্থনৈতিক পরিষেবা / ভারতীয় পরিসংখ্যান পরিষেবা পরীক্ষা-২০২০ এর ব্যক্তিত্ব যাচাই (সাক্ষাৎকার পর্ব),২৬ এপ্রিল  থেকে  ১৮ জুন পর্যন্ত নির্ধারিত ২০২০এর সিভিল সার্ভিসের নিয়োগ পরীক্ষাও পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ না করা পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

সাক্ষাৎকার পর্ব এবং নিয়োগ পরীক্ষার জন্য প্রার্থী ও উপদেষ্টাদের দেশের বিভিন্ন জায়গায়  যেতে হয়।তাই এই বিষয়টি  সময়ে সময়ে পর্যালোচনা করা হবে।  এই পরীক্ষাগুলির সংশোধিত সময়সূচি ইউপিএসসির ওয়েবসাইটে জানানো হবে।

পরীক্ষা, নিয়োগ ও সাক্ষাৎকার পর্বের বিষয়ে কমিশনের অন্য যে কোনও সিদ্ধান্ত তৎক্ষণাৎ কমিশনের ওয়েবসাইটে প্রকাশ  করা হবে।

স্থগিত পরীক্ষা / সাক্ষাৎকার পর্বের জন্য পরবর্তী  স্থির করা তারিখ,সময় প্রার্থীদের কমপক্ষে ১৫ আগে  জানানো হবে। 

 

CG/SS



(Release ID: 1712780) Visitor Counter : 147