উপ-রাষ্ট্রপতিরসচিবালয়

খ্যাতনামা রেডিওলজিস্ট ডঃ কাকারলা সুব্বা রাও-এর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি

Posted On: 16 APR 2021 3:32PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ ,এপ্রিল ২০২১ 

 

উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নায়ডু খ্যাতনামা রেডিওলজিস্ট ডঃ কাকারলা সুব্বা রাও-এর প্রয়াণে আজ গভীর শোকপ্রকাশ করেছেন । ফেসবুক পোস্টে তিনি ডঃ কাকারলাকে অনবদ্য হাসপাতাল প্রশাসক হিসেবে বর্ণনা করেছেন, যিনি পরিচিত ছিলেন একাগ্রতা, পেশাদারিত্ব, কঠিন পরিশ্রমী এবং শৃঙ্খলাপরায়ণতার জন্য । 

উপরাষ্ট্রপতির সম্পূর্ণ শোকবার্তা – 

“খ্যাতনামা রেডিওলজিস্ট ডঃ কাকারলা সুব্বারাও গাডুর প্রয়াণের সংবাদ জেনে আমি গভীর শোকাহত । সাধারণভাবে তিনি পরিচিত ছিলেন ডঃ কাকারলা হিসেবে । পদ্মশ্রী প্রাপ্ত এই ব্যক্তি চিকিৎসা জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন । হায়দ্রাবাদের নিজামস্ ইন্সটিটউট অফ মেডিকেল সায়েন্সেস (এনআইএমএস)কে একটি বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত করার সম্পূর্ণ কৃতিত্ব তাঁর, যখন তিনি এর অধিকর্তা ছিলেন ।


ডঃ কাকারলা অনবদ্য হাসপাতাল প্রশাসকও ছিলেন এবং পরিচিত ছিলেন তাঁর একাগ্রতা, পেশাদারিত্ব, কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার জন্য । নিজ পেশার প্রতি তিনি নিবেদিত প্রাণ ছিলেন ।


এটা সকলেই জানেন যে তদানীন্তন মুখ্যমন্ত্রী ডঃ এন টি রামা রাও-এর অনুরোধে আমেরিকা থেকে তিনি ভারতে ফিরেছিলেন এবং জন্মভূমির সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন ।


নিউ-ইয়র্কের ব্রঙ্কস্-এ অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অফ মেডিসিনে রেডিওলজিস্ট অধ্যাপক পদ সহ তিনি তাঁর দীর্ঘ বর্ণময় কর্মজীবনে বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন । তিনি তেলুগু অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ।


ডাঃ কাকারলার পরিবারবর্গকে আমি গভীর সমবেদনা জানাই । 


ওম শান্তি !”

 


CG/AP/NR



(Release ID: 1712428) Visitor Counter : 127