ভূ-বিজ্ঞানমন্ত্রক

২০২১-এর এপ্রিলে আন্টার্টিকার ৪০-তম বৈজ্ঞানিক অভিযান শেষে প্রত্যাবর্তনের মাধ্যমে ভারত চার দশকের আন্টার্টিকা অভিযান সম্পন্ন করেছে

प्रविष्टि तिथि: 16 APR 2021 12:56PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ এপ্রিল, ২০২১

 

ভারতের ভূবিজ্ঞান মন্ত্রক দ্বারা পরিচালিত আন্টার্টিকার ৪০-তম বৈজ্ঞানিক অভিযাত্রীদল (৪০-আইএসইএ) ৯৪ দিনের মধ্যে ১২ হাজার নটিক্যাল মাইল যাত্রা সফলভাবে শেষ করে ১০ এপ্রিল কেপটাউনে ফিরে এসেছে। চার দশকের এই বৈজ্ঞানিক অভিযান এই মহাদেশে শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে ভারতের একটি প্রচেষ্টা বলা চলে।

এই বৈজ্ঞানিক অভিযানে ভারতের বিজ্ঞানী, কারিগরিবিদ, চিকিৎসক ও প্রযুক্তিবিদরা ছিলেন। এরা গোয়ার মর্মাগাঁও সমুদ্র বন্দর থেকে গত ৭ই জানুয়ারি আন্টার্টিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। এই দলটি ২৭ ফেব্রুয়ারি তাদের গন্তব্য স্টেশন ভারতীতে গিয়ে পৌঁছায়। এরপর ০৮ মার্চ মৈত্রীতে পৌঁছায়। এই ভারতী এবং মৈত্রী আন্টার্টিকায় ভারতের স্থায়ী গবেষণা ভিত্তিক বেস স্টেশন। এই স্টেশনগুলিতে কেবল নভেম্বর এবং মার্চের মধ্যে পৌঁছানো যায়। আন্টার্টিকা যাওয়ার পথেই এই প্রতিনিধি দলটি ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওসান ইনফরমেশন সার্ভিসেস, হায়দ্রাবাদের সহযোগিতায় ৩৫ এবং ৫০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে চারটি ডাইরেকশনাল ওয়েব স্পেক্ট্রা নিযুক্ত করে, যা সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা এবং সমুদ্রের বায়ুমন্ডলের চাপের প্রকৃত তথ্য হায়দ্রাবাদে প্রেরণ করবে। যা আবহাওয়ার পূর্বাভাস পেতে অনেক সহায়তা করবে।

আন্টার্টিকা অভিযানের জন্য এম ভি ভ্যাসিলি গোলভনিন জাহাজটি চার্টার্ড আইস ক্লাস ভেসেল ছিল। এই অভিযানে ভারতীয় ভূতাত্ত্বিক ইনস্টিটিউট থেকে শ্রী অতুল সুরেশ কুলকার্নির নেতৃত্বে ২০ জন সদস্য এবং ভারতীয় আবহাওয়া বিভাগের শ্রী রবীন্দ্র সন্তোষ মোড়ের নেতৃত্বে ২১ জন প্রতিনিধি ছিলেন।

এই জাহাজটি তার অভিযান সফল ভাবে শেষ করে গত ১০ই এপ্রিল কেপ টাউনে ফিরে এসেছে।

 

CG/ SB


(रिलीज़ आईडी: 1712302) आगंतुक पटल : 195
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Punjabi