স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড – ১৯ টিকাকরণের ৮৮তম দিন

টিকা উৎসবের তৃতীয় দিনের শেষে ভারতে মোট ১১ কোটির বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

গত তিন দিনে টিকা উৎসব চলাকালীন প্রায় ১ কোটি টিকা দেওয়া হয়েছে

দেশে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ২৫ লক্ষের বেশি টিকা দেওয়া হয়েছে

Posted On: 13 APR 2021 9:04PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ই এপ্রিল, ২০২১

 

টিকা উৎসবের তৃতীয় দিনে দেশজুড়ে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ১১ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। সাধারণত প্রতি দিন ৪৫ হাজার কোভিড টিকাকরণ কেন্দ্র থেকে টিকা দেওয়া হয়। কিন্তু  মঙ্গলবার ৬৭,৮৯৩ টি টিকাকরণ কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে – এই সংখ্যা ২১ হাজার বেশি। 


মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী ১১,১০,৩৩,৯২৫ টি টিকা দেওয়া হয়েছে। ১০ই এপ্রিল ১০,১২,৮৪,২৮২ টি টিকা দেওয়া হয়েছে। 


মঙ্গলবারের হিসেব অনুযায়ী দেশে ৯০,৪৮,০৭৯ জন স্বাস্থ্যকর্মী টিকার প্রথম ডোজ পেয়েছেন। ৫৫,৮০,৫৬৯ জন স্বাস্থ্যকর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। সামনের সারিতে থাকা  কর্মীদের ১,০১,৩৩,৭০৬ জনকে টিকার প্রথম ডোজ এবং ৫০,০৯,৪৫৭ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। ৪৫ – ৬০ বছর বয়সীদের মধ্যে ৩,৫৫,৬৫,৬১০ জনকে প্রথম ডোজ, ৮,১৭,৯৫৫ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। ৬০ বা তার বেশি বয়সীদের মধ্যে ৪,২৪,১৮,২৮৭ জন প্রথম ডোজ এবং ২৪,৬০,২৬২ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।  


মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ৮৮তম দিনে ২৫,০০,৮৮৩টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এদের মধ্যে ২১,২২,৬৮৬ জন প্রথম ডোজ এবং ৩,৭৮,১৯৭ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। 

 

CG/CB/SFS



(Release ID: 1711902) Visitor Counter : 137


Read this release in: English , Hindi , Marathi , Punjabi