বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

লেহ’তে কৃষিকাজ সম্পর্কিত তথ্য প্রচারের জন্য আইসিএআর – এর বিজ্ঞানীদের পুরস্কার

Posted On: 12 APR 2021 12:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ এপ্রিল, ২০২১

 

জাতীয় স্তরের কৃষি সম্পর্কিত এগ্রিকালচার টুডে প্রত্রিকার পক্ষ থেকে লেহ্‌-তে কৃষি কাজের সেরা পন্থা-পদ্ধতি ও প্রযুক্তি সংক্রান্ত তথ্য গবেষণাগার থেকে কৃষি জমিতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অসামান্য কাজের স্বীকৃতি-স্বরূপ  ভারতীয় কৃষি গবেষণা পর্ষদ (আইসিএআর) – এর বিজ্ঞানীদের পুরস্কৃত করা হয়েছে। লেহ্‌-র মতো প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের জীবনযাপনের মানোন্নয়ন তথা কৃষিজ উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখতে বিশেষ প্রচেষ্টার স্বীকৃতি-স্বরূপ এই পুরস্কার। 

ন্যাশনাল মিশন অন সাসটেনিং হিমালয়ান ইকো সিস্টেম বা হিমালয় অঞ্চলের বাস্তুতন্ত্র সুরক্ষিত রাখতে জাতীয় মিশনের আওতায় হিমালয়ান এগ্রিকালচার বা হিমালয় অঞ্চলে কৃষি কাজ সম্পর্কিত টাস্কফোর্সের তত্ত্বাবধায়ক ডঃ এ অরুণাচলমের নেতৃত্বে একদল বিজ্ঞানী নতুন প্রজাতির শস্য এবং আধুনিক কৃষি কাজ পদ্ধতি সম্পর্কে লেহ্-তে সাধারণ মানুষকে হাতে-কলমে দেখিয়েছেন। বিজ্ঞানী দলটির পক্ষ থেকে লেহ্‌-তে স্থানীয় আবহাওয়ার উপযোগী কৃষি কাজ সম্পর্কে কৃষকদের বিভিন্ন প্রয়োজনীয় বৈজ্ঞানিক তথ্য প্রদান করেন এবং কৃষকদের জন্য একটি কিষাণ মেলা ও কর্মশিবিরের আয়োজন করা হয়। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের ন্যাশনাল মিশন অন সাসটেনিং হিমালয়ান ইকো সিস্টেম কর্মসূচির আওতায় লেহ্-তে এই উদ্যোগ গ্রহণ করা হয়। বৈজ্ঞানিক দলটি সেখানকার ৬টি গুরুত্বপূর্ণ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালান, যাতে সমগ্র লেহ্ অঞ্চলে সব মরশুমের উপযোগী কৃষি কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। উল্লেখ করা যেতে পারে ন্যাশনাল মিশন অন সাসটেনিং হিমালয়ান ইকো সিস্টেম কর্মসূচির মাধ্যমে বৈজ্ঞানিক দলটি লেহ্‌ অঞ্চলে সাধারণ মানুষের জীবনযাপনের মানোন্নয়ন তথা কৃষি কাজ অব্যাহত রাখতে সেখানকার কৃষকদের তথ্য দেওয়ার পাশাপাশি তাঁদের প্রশিক্ষিত করেন। 

এগ্রিকাল টুডে পত্রিকার পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠান এই পুরস্কার গ্রহণ করেন আইসিএআর – এর ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইয়ুজ প্ল্যানিং প্রতিষ্ঠানের মুখ্য বিজ্ঞানী ডঃ এম রঘুবংশী। ভার্চ্যুয়াল পদ্ধতিতে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

CG/BD/SB



(Release ID: 1711156) Visitor Counter : 172