ভূ-বিজ্ঞানমন্ত্রক
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী ৪ দিন বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা
Posted On:
31 MAR 2021 2:07PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৩১ মার্চ, ২০২১
ভারতীয় আবহাওয়া দপ্তরের জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের ওপর একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। যার জেরে ওই অঞ্চলজুড়ে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই ঘূর্ণিঝড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার পর্যন্ত প্রসারিত। সম্ভবত আগামী ২৪ ঘন্টার মধ্যে এই ঘূর্ণিঝড়টি উত্তর আন্দামান সমুদ্র এবং আশপাশের অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে আগামী ৪ দিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ এবং আগামীকাল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। এই কারণে আজ থেকে দোসরা এপ্রিল পর্যন্ত দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে অনুকূল আবহাওয়ার জেরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এর গভীর প্রভাব পড়বে। উত্তরপূর্ব ভারতে আগামী ২ দিন কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় আজ ভারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী ২ দিন অরুণাচলপ্রদেশে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামের দক্ষিণাংশ, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামে আগামী ২ দিন অতিভারি বৃষ্টির জেরে ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে।
উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা আগামী ২ দিন ৩-৫ ডিগ্রি কমে যেতে পারে। তবে আজ থেকে রাজস্থানে তাপপ্রবাহ চলবে। মধ্য ভারতের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে আগামী ২৪ ঘন্টায় সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় আবহাওয়ার কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবেনা।
আজ আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। তবে পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, বিদর্ভ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং তেলেঙ্গানায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ৪০-৫০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে।
আগামীকাল পূর্ব আসাম এবং মেঘালয়ের কোনো কোনো অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
CG/SS/NS
(Release ID: 1708753)
Visitor Counter : 225