অর্থমন্ত্রক

অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের পরিচালন পর্ষদের ষষ্ঠ বার্ষিক বৈঠকে অংশ নেন

Posted On: 30 MAR 2021 7:04PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ মার্চ ২০২১
 
কেন্দ্রীয় অর্থ তথা কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন আজ নতুন দিল্লিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের পরিচালন পর্ষদের ষষ্ঠ বার্ষিক বৈঠকে যোগ দেন। এই বৈঠকে ব্রাজিল, চীন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির গভর্নর/উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
 
বর্তমান মহামারীর কারণে এবার ব্যাঙ্কের বৈঠক ভার্চ্যুয়াল পদ্ধতিতে আয়োজন করা হয়। এ বছর বার্ষিক বৈঠকের মূল বিষয় ছিল উন্নয়নের নতুন নতুন মডেল : পরিকাঠামোর বিবর্তন। বৈঠকে অর্থমন্ত্রী মহামারীর প্রভাব সীমাবদ্ধ রাখতে ভারতের দ্রুত পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে বলেন, দেশে এখন ব্যাপক টিকাকরণ অভিযান চলছে। বিশ্বের বৃহত্তম এই টিকাকরণ অভিযানে ৬ কোটি ৩০ লক্ষেরও বেশি ভারতে তৈরি টিকা দেওয়া হয়েছে। এমনকি, ৮০টি দেশকে ভারত ১ কোটিরও বেশি টিকার ডোজ সরবরাহ করেছে।
 
নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের গত ৬ বছরে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের প্রসঙ্গ উল্লেখ করে শ্রীমতী সীতারমন বলেন, কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সদস্য দেশগুলিকে ব্যাঙ্কের পক্ষ থেকে আপৎকালীন সহায়তা কর্মসূচিতে ১০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক রেটিং এজেন্সিগুলির মাধ্যমে ব্যাঙ্কের রেটিং বা আর্থিক অনুদান দেওয়ার সক্ষমতা সংক্রান্ত মাপকাঠিতে আরও অগ্রগতি বজায় রাখার ওপর তিনি জোর দেন। অর্থমন্ত্রী আরও বলেন, বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণ, অর্থ সহায়তা কাঠামোয় আরও উদ্ভাবনমূলক পন্থা খুঁজে বের করা এবং সদস্য দেশগুলির কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সঙ্গে পারস্পরিক অর্থ সহায়তার সম্ভাবনা খতিয়ে দেখার জন্য নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রতি আহ্বান জানান।
 
পরিকাঠামো ক্ষেত্রে অর্থ সহায়তার জন্য ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইন্সটিটিউশনগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে শ্রীমতী সীতারমন বলেন, ভারত একটি নতুন এ ধরনের আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলতে চলেছে। যেখানে প্রাথমিকভাবে ৩ বিলিয়ন মার্কিন ডলার মূলধনের সংস্থান করা হবে এবং আগামী ৩ বছরে ৬৯ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার লক্ষ্য স্থির হয়েছে।
 
উল্লেখ করা যেতে পারে, ব্রিকস্‌ গোষ্ঠীভুক্ত ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ২০১৪ সালে একটি বহুপাক্ষিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হিসাবে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক চালু করা হয়। এ ধরনের আর্থিক প্রতিষ্ঠান চালু করার উদ্দেশ্য ছিল ব্রিকস্‌ গোষ্ঠীভুক্ত দেশগুলি ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে পরিকাঠামো ও সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে অর্থ সম্পদের যোগান সুনিশ্চিত করা। চীনের সাংহাই-তে সদর দপ্তর গড়ে তোলার মধ্য দিয়ে ২০১৫ সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের আর্থিক লেনদেন শুরু হয়। এই ব্যাঙ্কের পক্ষ থেকে এখনও পর্যন্ত ভারতে ১৮টি প্রকল্প খাতে ৬ হাজার ৯২৪ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা মঞ্জুর করা হয়েছে।
 
 
 
CG/BD/SB

(Release ID: 1708749)