রেলমন্ত্রক
তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, ভারী শিল্প ও রাষ্ট্রায়ত্ত উদ্যোগ দপ্তরের মন্ত্রী শ্রী প্রকাশ জাভড়েকর ফালতান থেকে লোনান্দ হয়ে পুণে পর্যন্ত ডেমু ট্রেন পরিষেবার সূচনা করেছেন
Posted On:
30 MAR 2021 5:19PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ মার্চ, ২০২১
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, ভারী শিল্প ও রাষ্ট্রায়ত্ত উদ্যোগ দপ্তরের মন্ত্রী শ্রী প্রকাশ জাভড়েকর আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফালতান থেকে লোনান্দ হয়ে পুণে পর্যন্ত ডেমু ট্রেন পরিষেবার সূচনা করেছেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহারাষ্ট্রের সহযোগিতা ও বিপণন মন্ত্রী শ্রী শামরাও ওরফে বালাসাহেব পাতিল, সাংসদ শ্রী রঞ্জিত সিং নায়েক নিন্দালকার, শ্রী গিরীশ বাপাত, শ্রী শ্রীনিবাস পাতিল, শ্রী ছত্রপতি উদয়ন রাজে ভোঁসলে, বিধায়ক শ্রী চন্দ্রকান্ত দাদা পাতিল, শ্রী সুনীল কামলে এবং ফালতান পুরসভার সভাপতি শ্রীমতী নীতা নেভাসে উপস্থিত ছিলেন। নতুন দিল্লি থেকে এই অনুষ্ঠানে রেল বোর্ডের চেয়ারম্যান ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী সুমিত শর্মা, ও অ্যান্ড বি ডি সদস্য শ্রী পুনেন্দ্রু মিশ্র উপস্থিত ছিলেন। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল থেকে মধ্য রেলের জেনারেল ম্যানেজার শ্রী সঞ্জীব মিত্তল উপস্থিত সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানিয়েছেন।
রেল, শিল্প ও বাণিজ্য, উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের যোগ্য নেতৃত্বে ভারতীয় রেলে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে বলে শ্রী জাভড়েকর জানিয়েছেন। এই প্রসঙ্গে জৈব শৌচাগারের ব্যবহারের কথা তিনি উল্লেখ করেছেন যার ফলে রেলের ট্র্যাক এবং স্টেশন প্ল্যাটফর্ম পরিষ্কার রাখা সম্ভব হচ্ছে। এটি স্বচ্ছ ভারত অভিযানের পক্ষেও সহায়ক হয়েছে। এছাড়াও যাত্রীরা আইআরসিটিসি-র মাধ্যমে সহজেই সংরক্ষিত টিকিট পাচ্ছেন। উচ্চমানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রহরীবিহীন লেভেল ক্রসিং তুলে দেওয়া, বিভিন্ন শাখায় বৈদ্যুতিকীকরণের কাজ, দ্বিতীয় লাইন বসানো এবং বন্দরগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও শ্রী গোয়েলের ভূমিকার কথা তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন। এর ফলে অর্থনীতির উন্নয়ন হবে। যাত্রীরা এখন ৫ হাজারের বেশি রেল স্টেশনে ওয়াইফাই পরিষেবাও পাচ্ছেন।
ফালতান-পুণে ডেমু ট্রেন
প্রেক্ষাপট
ফালতান থেকে লোলান্দ হয়ে পুণে পর্যন্ত এই ট্রেন পরিষেবার ফলে এই অঞ্চলের সাধারণ মানুষ উপকৃত হবেন। কৃষকরা নতুন বাজার পাবেন, ছাত্রছাত্রীরা তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে পড়বার সুযোগ পাবে এবং শ্রমিকরা পরিবেশ-বান্ধব যানবাহনে চেপে তাঁদের কাজে যাবেন।
ফালতান থেকে লোলান্দ হয়ে পুণে পর্যন্ত সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার ফলে এই অঞ্চলের মানুষের অর্থের সাশ্রয় হবে। এছাড়াও, ফালতানের জনসাধারণ সরাসরি পুণে পর্যন্ত যাওয়ার একটি যাত্রীবাহী ট্রেন পেলেন।
***
CG/CB/DM/
(Release ID: 1708600)
Visitor Counter : 203