পর্যটনমন্ত্রক

পর্যটন মন্ত্রকের উদ্যোগে খাজুরাহো’তে মেগা রোড শো-এর পাশাপাশি দায়বদ্ধ পর্যটন নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন

Posted On: 26 MAR 2021 10:44AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ মার্চ ২০২১
 
পর্যটন মন্ত্রক খাজুরাহো-তে মেগা রোড শো-এর পাশাপাশি, দায়বদ্ধ পর্যটন নিয়ে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। পর্যটনের এক আকর্ষণীয় গন্তব্য হিসাবে খাজুরাহো-কে সারা বিশ্বের সামনে তূলে ধরতে এই অনুষ্ঠানে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষজ্ঞরা আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলির প্রচার ও প্রসারে গুরুত্ব দেন। পর্যটন ক্ষেত্রকে সর্বজনীন করে তুলতে ভ্রমণ সংস্থাগুলির দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। দায়বদ্ধ পর্যটনের একটি মডেল হিসাবে কেরল’কে তুলে ধরার দিকগুলি নিয়েও বিশেষজ্ঞরা আলোচনা করেন। 
 
পর্যটন মন্ত্রকের অতিরিক্ত মহানির্দেশক শ্রীমতী রূপিন্দর ব্রার মন্ত্রকের বিভিন্ন উদ্যোগের ব্যাপারে বিস্তারিত বিবরণ পেশ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে যাবতীয় কোভিড বিধি-নিষেধ মেনে দেশীয় পর্যটনের প্রসারে মেগা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানগুলিতে সংশ্লিষ্ট সবপক্ষকে সামিল করা হচ্ছে। মন্ত্রকের সচিব স্বদেশ দর্শন কর্মসূচির আওতায় দেশে পর্যটন পরিকাঠামোর মানোন্নয়নে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান। ইতিমধ্যেই মধ্যপ্রদেশে ৪টি প্রকল্প খাতে ৩৫০ কোটি ২৬ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। খাজুরাহো ও পার্শ্ববর্তী এলাকায় হেরিটেজ সার্কিটের উন্নয়নে ৪৪ কোটি ৯৯ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে একটি সম্মেলন কেন্দ্র গড়ে তোলার জন্য ৩৪ কোটি ৯৯ লক্ষ টাকা খরচ করা হবে। 
 
মন্ত্রক দেশে ১৯টি সুনির্দিষ্ট জনপ্রিয় পর্যটন কেন্দ্রের মানোন্নয়নে কেন্দ্রীয় স্তরের একটি কর্মসূচি গ্রহণ করেছে। এই পর্যটন কেন্দ্রগুলির মধ্যে খাজুরাহো রয়েছে। আগত পর্যটকদের সংখ্যা, বিশ্ব মানের পর্যটন কেন্দ্র হিসাবে মানোন্নয়নের সম্ভাবনা, আঞ্চলিক সমতা প্রভৃতি বিষয়কে বিবেচনায় রেখে পর্যটন কেন্দ্রগুলিকে চিহ্নিত করা হয়েছে। খাজুরাহো বাদে চিহ্নিত অন্য পর্যটন কেন্দ্রগুলির মধ্যে রয়েছে – কাজিরাঙ্গা জাতীয় উদ্যান (আসাম), মহাবোধি মন্দির (বিহার), হুমায়ুনের সমাধি (দিল্লি), কুতুবমিনার (দিল্লি), লালকেল্লা (দিল্লি), কোলাবা সৈকত (গোয়া), ঢোলাবিরা (গুজরাট) প্রভৃতি। 
 
***
 
 
 
 
CG/BD/SB

(Release ID: 1707766) Visitor Counter : 164