বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
সি এস আই আর-সি এম আর আই অক্সিজেন এনরিচমেন্ট ইউনিট, ইউভিসি এলইডি স্টেরিলাইজার ইউনিট এবং কঠিন বর্জ্যের নিরাপদ নিষ্কাশন সম্পর্কিত প্রযুক্তি হস্তান্তর করেছে
Posted On:
25 MAR 2021 12:35PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ মার্চ, ২০২১
সি এস আই আর- সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, দুর্গাপুর তার কোভিড সম্পর্কিত প্রযুক্তিগুলি ইন্টিগ্রেটেড মিউনিসিপ্যাল সলিড বর্জ্য নিষ্পত্তি ব্যবস্থা, অক্সিজেন এনরিচমেন্ট ইউনিট এবং ইউভিসি এলইডি স্টেরিলাইজার ইউনিটকে হস্তান্তর করেছে।
সি এস আই আর- সি এম আর আই- এর অধিকর্তা অধ্যাপক হরিশ হিরানি জানিয়েছেন, আত্মনির্ভরতা বা স্বনির্ভর ও তার দিকেই তাঁরা লক্ষ্য দিয়েছেন।এই সংস্থার পক্ষ থেকে মডিউল আকারে ইন্টিগ্রেটেড মিউনিসিপ্যাল সলিড বর্জ্য নিষ্পত্তি পদ্ধতির জন্য প্রযুক্তির উদ্ভাবন করা হয়েছে।
সি এস আই আর- সিএম ই আর আই নিকাশি ট্রিটমেন্ট প্লান্টথেকে তরল বর্জ্যের কঠিন উপাদান ব্যবহারের জন্য মডিউল স্থানান্তর করেছে।
***
CG/ SB
(Release ID: 1707648)
Visitor Counter : 226