কেন্দ্রীয়লোকসেবাআয়োগ

কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট (প্রিলিমিনারি) পরীক্ষা ২০২১ এর ফলাফল ঘোষিত

Posted On: 25 MAR 2021 4:41PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ মার্চ ২০২১

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন গত ২১ ফেব্রুয়ারি কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট (প্রিলিমানারি) পরীক্ষা নেয়। এই পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের মেইন পরীক্ষার বসার জন্য আহ্বান জানানো হয়েছে। কমিশনের ওয়েবসাইটে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৭ ও ১৮ জুলাই মেইন পরীক্ষায় বসতে হবে। এজন্য প্রার্থীরা পরীক্ষা শুরু হওয়ার প্রায় তিন সপ্তাহ আগেই কমিশনের ওয়েবসাইট থেকে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এই পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ভুল উত্তর দেওয়ার জন্য বাতিল হওয়া নম্বর চূড়ান্ত ফল প্রকাশের আগে কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে। কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কোনও পরিস্থিতিতেই প্রার্থীদের পরীক্ষা কেন্দ্র বদলের আবেদন গ্রাহ্য করা হবে না।


কমিশনের কার্যালয় চত্বরে একটি সহায়তা কেন্দ্র রয়েছে। প্রার্থীরা এই কেন্দ্রে যে কোনও কাজের দিন বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যোগাযোগ করে জিজ্ঞাস্য বিষয়ে তথ্য পেতে পারেন। এই সহায়তা কেন্দ্রে দূরাভাস নম্বরগুলি হ’ল - (011)- 23388088, 23385271/23381125/23098543.

***

 

 

CG/BD/SB


(Release ID: 1707590) Visitor Counter : 128


Read this release in: Urdu , English , Hindi , Tamil , Telugu