কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
মিশন কর্মযোগী
Posted On:
25 MAR 2021 12:29PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ মার্চ ২০২১
সিভিল সার্ভিসের ক্ষেত্রে কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য নিম্নলিখিত প্রাতিষ্ঠানিক কাঠামোগুলি বিবেচনায় রেখে ২০২০ দোসরা ডিসেম্বর ‘ন্যাশনাল প্রোগ্রাম ফর সিভিল সার্ভিসেস ক্যাপাসিটি বিল্ডিং’ (এনপিসিএসসিবি) কর্মসূচিটি অনুমোদিত হয় :
১) প্রধানমন্ত্রীর মানবসম্পদ পরিষদ, ২) ক্যাবিনেট সচিব কো-অর্ডিনেশন ইউনিট, ৩) দক্ষতা বৃদ্ধি কমিশন, ৪) স্পেশাল পার্পাস ভেহিকল এবং ৫) প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট।
মিশন কর্মযোগীর কারিগরি ডিজিটাল শিক্ষণ প্ল্যাটফর্মটি প্রাথমিকভাবে চালু হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে কেন্দ্র ও অন্যান্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কোর্স আপলোড করছে। জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ কর্মসূচি ও প্রকল্পগুলি রূপায়ণের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রক ও দপ্তরকে সংশ্লিষ্ট কর্মসূচি ও প্রকল্প সম্পর্কে ই-কন্টেন্ট বা ডিজিটাল পদ্ধতিতে প্রশিক্ষণের বিষয়বস্তু প্রণয়নের অনুরোধ করা হয়েছে। এই কর্মসূচি রূপায়ণের উদ্দেশ্য হ’ল সিভিল সার্ভিসের ক্ষেত্রে সংস্কার ও দক্ষতা বৃদ্ধিতে কৌশলগত দিশা-নির্দেশ; দক্ষতা বৃদ্ধির জন্য বার্ষিক পরিকল্পনা প্রণয়ন; প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির তত্ত্বাবধান ভূমিকা আরও জোরদার করা; সেরা শিক্ষণ উপযোগী বিষয়বস্তু প্রণয়ন করে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা; নাগরিক-কেন্দ্রিক পরিষেবার জন্য সুদক্ষ কর্মী বাহিনীর সংখ্যা বাড়ানো; প্রশিক্ষণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ডেটা-ভিত্তিক সিদ্ধান্ত প্রণয়ন এবং প্রশাসনিক কাজকর্মে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়ানো।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য দেন কর্মী বিষয়ক, গণঅভিযোগ ও পেনশন প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং। তিনি আরও বলেন, সরকার এনপিসিএসসিবি কর্মসূচি ছাড়াও জাতীয় ও রাজ্যস্তরে সমস্ত সরকারি আধিকারিকদের দক্ষতা বৃদ্ধির জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়াও, কেন্দ্রীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির মাধ্যমে কর্মজীবনের মধ্যবর্তী পর্যায়ে থাকা সিভিল সার্ভেন্ট বা আমলাদের প্রশিক্ষণের জন্য তহবিল সংস্থান করা হচ্ছে।
***
CG/BD/SB
(Release ID: 1707500)
Visitor Counter : 161