রেলমন্ত্রক
আইআরসিটিসি'র ওয়েব সাইট থেকে আয়
Posted On:
24 MAR 2021 3:56PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ মার্চ, ২০২১
ইন্ডিয়ান রেলওয়েজ ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন, আইআরসিটিসি'র মাধ্যমে রেলের সংরক্ষিত আসনের জন্য টিকিট বুকিং করার ব্যবস্থা রয়েছে। এই আইআরসিটিসি'র ওয়েবসাইটের মাধ্যমে গত দু'বছরে টিকিট বিক্রি করে যা আয় হয়েছে তার তথ্য দেওয়া হয়েছে।
তথ্য অনুযায়ী-
২০১৮-১৯ আর্থিক বছরে আয় হয়েছে ৩২.০৭০ কোটি টাকা।
২০১৯-২০ আর্থিক বছরে আয় হয়েছে ৩৪.০৫৫ কোটি টাকা।
২০২০-২১ আর্থিক বছরে ফেব্রুয়ারি পর্যন্ত আয় হয়েছে ১৪,৯১৫ কোটি টাকা।
রেল গ্রাহকদের সঙ্গে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি রক্ষার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি পরিকাঠামোর ব্যবহার করে। আনরিজার্ভড টিকেটিং সিস্টেম-এর মাধ্যমে অসংরক্ষিত আসনের জন্য টিকিট বুক করা হয়। আবার ফ্রেইট চার্জ এবং ওয়াগন রেজিস্ট্রেশন ফি সংগ্রহের জন্য পণ্যবাহী গ্রাহকদের ক্ষেত্রে ই-পেমেন্ট সুবিধা প্রদান করা হয়।
ই- পেমেন্টের মাধ্যমে পণ্য পরিবহনের ক্ষেত্রে ভাড়ার হার ২০১৯-২০ সালের ৭৬.১৬ শতাংশ থেকে বেড়ে ২০২০-২১-এ দাঁড়িয়েছে ৮৩.৭৭ শতাংশ।
আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় রেল, শিল্প ও বানিজ্য, উপভোক্তা বিষয়ক এবং খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল এই তথ্য জানিয়েছেন।
***
CG/SB
(Release ID: 1707369)
Visitor Counter : 121