আয়ুষ

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যোগ দিবস-২০২১ : সাধারণ মানুষের অংশগ্রহণের জন্য প্রশাসন আগাম পরিকল্পনা চূড়ান্ত করেছে

Posted On: 22 MAR 2021 2:09PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২২ মার্চ, ২০২১
 
    আন্তর্জাতিক যোগ দিবস- ২০২১ উপলক্ষ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। আশা করা যাচ্ছে অতিমারীর আশঙ্কা কাটিয়ে উঠে এই কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশাসন সতর্কতার সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করবে এবং এতে বহু মানুষ অংশ নেবেন। ইতিমধ্যেই  সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি পর্ব শুরু হয়েছে । এই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে একাধিক কর্মসূচির আয়োজন করেছে। সতর্কতা অবলম্বন করে সাধারণ মানুষ যাতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন তারজন্য  একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পূর্ববর্তী বছরের মতোই এবারও আন্দামান নিকোবর দ্বীপুঞ্জের প্রশাসন যোগ দিবসের অনুষ্ঠান সাফল্য মন্ডিত করে তুলতে আগে থেকেই কর্ম পরিকল্পনা চূড়ান্ত করেছে।এবার কোভিড-১৯ বিধি মেনে আন্তর্জাতিক যোগ দিবসে সমস্ত কর্মকান্ড পরিচালিত হবে। 
 
    প্রচলিত যোগাভ্যাসের নিয়মের ওপর ভিত্তি করে সুনির্দিষ্ট স্থানে গণ যোগ অনুশীলন পর্ব অনুষ্ঠিত হবে। উপযুক্ত পঞ্চায়েত হল, কমিউনিটি হল, বিদ্যালয়ের হল ঘরগুলিতে এই যোগাভ্যাস অনুশীলন পর্ব আয়োজন করা হবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ৩টি জেলায় কেন্দ্রীয় সরকারের কোভিড-১৯ সংক্রান্ত নির্দেশিকা মেনে এই অনুষ্ঠান  আয়োজিত হবে। প্রতিটি স্থানে যোগ চর্চার অনুষ্ঠান পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন সচিব/দপ্তরের প্রধান/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক স্তরের শীর্ষ আধিকারিকরা।এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পরিচালনা করার জন্য যোগ ব্যায়াম বিশেষজ্ঞদের আহ্বান জানানো হবে। 
 
    সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসে সাধারণ মানুষের অংশগ্রহণের সংখ্যা যাতে  বৃদ্ধি পায় তার জন্য এই কেন্দ্রশাসিত অঞ্চলে একমাস ধরে সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হবে। এরজন্য যোগাভ্যাসের বিষয়ে পদযাত্রা, ছবি আঁকা, প্রবন্ধ রচনা, সংক্ষিপ্ত বক্তৃতা রাখার প্রতিযোগিতা, বিদ্যালয়/কলেজের ছাত্রছাত্রীদের জন্য পোস্টার প্রচারাভিযান, আলোচনা সভা, কর্মশিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান, ছোট ছোট প্রদর্শনী, যোগাভ্যাসের ওপর স্বাস্থ্য বিষয়ে আলোচনা ইত্যাদি ক্ষেত্রে একাধিক কর্মসূচি আয়োজন করা হবে। 
 
    আশা করা যাচ্ছে যে এই সুনির্দিষ্ট প্রচেষ্টার ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সুষ্ঠুভাবে যোগ দিবসের অনুষ্ঠান আয়োজন করা যাবে। একইসঙ্গে আন্তর্জাতিক যোগ দিবসে সাধারণ মানুষের অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং এই দ্বীপপুঞ্জে যোগাভ্যাসের পরিকাঠামো উন্নতি সাধনের পাশাপাশি যোগ ভিত্তিক পর্যটনের বিকাশ সম্ভবপর হবে। 
 
***
 
 
 
CG/SS/NS


(Release ID: 1706703) Visitor Counter : 143


Read this release in: Urdu , English , Hindi , Telugu