শিল্পওবাণিজ্যমন্ত্রক

ভারত-জাপান শিল্প সম্পত্তি সংক্রান্ত সহযোগিতা স্মারকপত্রর চতুর্থ পর্যালোচনা বৈঠক

Posted On: 19 MAR 2021 2:01PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ১৯  মার্চ, ২০২১

        কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অধীনস্থ শিল্পোৎসাহ ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তর এবং জাপান সরকারের অর্থনীতি, শিল্প ও বাণিজ্য মন্ত্রকের জাপান পেটেন্ট অফিস ১২ই মার্চ ভার্চুয়ালি শিল্প সম্পত্তি সংক্রান্ত সহযোগিতা স্মারকপত্র অনুসারে চতুর্থ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের প্রথম পর্বে ভারতের পক্ষে শিল্পোৎসাহ ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তরের সচিব ডঃ গুরুপ্রসাদ মহাপাত্র এবং জাপানের পক্ষে জাপান পেটেন্ট অফিসের কমিশনার মিঃ তাশিহিদে কাসুতানি পৌরহিত্য করেছেন। দ্বিতীয় পর্বে ভারতের পক্ষে শিল্পোৎসাহ ও অভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী রবিন্দর এবং জাপানের পক্ষে মিঃ কাসুতানি পৌরহিত্য করেন।

        বৈঠকে কোভিড-১৯ পরিস্থিতির ফলে  উদ্ভুত সংকটের সময় মানবজাতিকে সহায়তার জন্য উদ্ভাবনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও শিল্প সম্পত্তি ব্যবস্থাপনার জন্য বিনিয়োগ ও উদ্ভাবনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশ বছরে অন্তত একবার জাপান-ভারত পেটেন্ট প্রসিকিউশন হাইওয়ে পাইলট প্রোগ্রামের কাজকর্ম পর্যালোচনার জন্য বৈঠকে বসতে সম্মত হয়েছে। এছাড়াও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত পরিকাঠামোর উন্নয়নে বছরে অন্তত একবার তথ্য ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উভয় পক্ষ আইএসএ/আইপিইএ-এর যোগ্য সংস্থাগুলির কাজকর্ম নিয়ে তথ্যের আদান-প্রদানের বিষয়েও সহমত হয়েছে। এরজন্য প্রয়োজনে বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করা হবে।

***

 

 

CG/CB /NS



(Release ID: 1706170) Visitor Counter : 137


Read this release in: Punjabi , English , Urdu , Hindi