সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

নিবন্ধীকৃত যানবাহনের স্ক্র্যাপিং নীতির জন্য খসড়া নিয়মাবলী তৈরির বিজ্ঞপ্তি

Posted On: 18 MAR 2021 10:10PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ১৯  মার্চ, ২০২১

        সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক নিবন্ধীকৃত যানবাহনের স্ক্র্যাপিং নীতির জন্য খসড়া নিয়মাবলী তৈরির বিজ্ঞপ্তি জারি করেছে। নিবন্ধীকৃত যানবাহনের স্ক্র্যাপিং নীতি (রিজিস্টার্ড ভেহিক্যালস স্ক্র্যাপিং ফেসিলিটি- আরভিএসএফ)-র জন্য যে পদ্ধতি অবলম্বন করা হবে তার মূল বৈশিষ্ট্যগুলি হল :

        বাহন ডাটাবেস ব্যবহারের সুযোগ আরভিএসএফ পাবে। কোনো যানবাহনকে স্ক্র্যাপ অর্থাৎ বাতিল করার জন্য প্রয়োজনীয় অনুমতি এবং স্ক্র্যাপ করার শংসাপত্র এখান থেকে দেওয়া হবে।  

        আরভিএসএফ গঠনের জন্য যেসব কারিগরী প্রক্রিয়ার প্রয়োজন, সেগুলিকে যথাযথ আইন মেনে চলতে হবে।

        কেন্দ্র এক জানলা ছাড়পত্রের জন্য একটি পোর্টাল তৈরি করবে। আবেদনকারীরা এই পোর্টালে প্রয়োজনীয় নথিপত্র এবং ফিজ সহ আবেদন করবেন। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৬০ দিনের মধ্যে এই আবেদনপত্রের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

        আবেদন প্রক্রিয়াটি স্বচ্ছ, বাধাহীন হতে হবে এবং আরভিএসএফ-এর নিবন্ধীকরণ, পরিদর্শন ও প্রয়োজনীয় হিসেব নির্দিষ্ট সময় অন্তর জমা দিতে হবে।  

        আরভিএসএফ-কে বাহনের ডাটাবেস ব্যবহারের জন্য সাইবার নিরাপত্তা জনিত শংসাপত্র নিতে হবে। একটি আরভিএসএফ-এর নিবন্ধীকরণের মেয়াদ প্রাথমিকভাবে ১০ বছর হবে। এরপর প্রতি ১০ বছর অন্তর মেয়াদের নবীকরণ করা যাবে।  

        আরভিএসএফ-কে দূষণমুক্ত, ঝুঁকিমুক্ত এবং যানবাহনের জীবন শৃঙ্খল শেষ হয়েছে এ ধরণের শংসাপত্র  সংগ্রহ করতে হবে। এছাড়াও পরিবেশ মন্ত্রক ও কেন্দ্রীয় এবং রাজ্যস্তরের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের থেকে স্বাস্থ্য সংক্রান্ত ও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সুরক্ষার দিক বজায় রাখার জন্য প্রয়োজনীয় নিয়ম মেনে চলার অনুমতি নিতে হবে।    

        আরভিএসএফ-এর যদি বৈদ্যুতিন বর্জ্য, ব্যাটারি, বিরল মৃত্তিকা সংক্রান্ত উপাদানের পুনর্ব্যবহার করার ক্ষমতা না থাকে তাহলে এই ধরণের উপাদান নির্দিষ্ট জায়গায় বিক্রি করতে হবে অথবা সেগুলিকে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় অনুমতি আছে এ ধরণের সংস্থার কাছে বিক্রি করতে হবে।

        যানবাহনের মালিক বা প্রতিনিধির থেকে আসল নথিপত্র যথাযথভাবে যাচাই করার পর আরভিএসএফ ‘সার্টিফিকেট অফ ডিপোজিট’ যানবাহনের মালিক বা প্রতিনিধিকে দেবে। এরফলে ওই মালিক বা প্রতিনিধি নতুন গাড়ি কেনার সময় ইনসেনটিভ ব্যবহারের সুযোগ পাবেন।

        আরভিএসএফ যেদিন ‘সার্টিফিকেট অফ ভেহিক্যাল স্ক্র্যাপিং’ ইস্যু করবে তার পর ৬ মাস পর্যন্ত ওই গাড়ির চেসিস নম্বর যত্ন করে রাখবে এবং হিসেব পরীক্ষার সময় সমস্ত নথিপত্র পরীক্ষা-নিরীক্ষার জন্য যত্ন করে রেখে দিতে হবে।

        এই খসড়ার নীতিগুলি যেদিন প্রকাশিত হবে তার পরবর্তী ৩০ দিনের মধ্যে এগুলির বিষয়ে কোনও আপত্তি অথবা পরামর্শ থাকলে সেটি জানানো যাবে।

***

 

 

CG/CB /NS


(Release ID: 1706169)
Read this release in: English , Urdu , Hindi , Punjabi