উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক
আত্মনির্ভর ভারত প্যাকেজের আওতায় উত্তর পূর্বের ৮টি রাজ্যের প্রতিটির জন্য সরকার ২০০কোটি টাকা করে বরাদ্দ করেছে
Posted On:
18 MAR 2021 4:06PM by PIB Kolkata
নতুনদিল্লি, ১৮ই ফেব্রুয়ারি, ২০২১
উত্তর-পূর্বাঞ্চলের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মী,অভিযোগ, পেনশ্ আণবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন ২০২০ সালে ১২ই অক্টোবর যে আত্মনির্ভর ভারত প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, সেই প্যাকেজের আওতায় মূলধন ব্যয় উৎসাহিত করার জন্য আটটি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যের জন্য ৫০ বছরের বিশেষ সুদ মুক্ত ঋণের ব্যবস্থা করা হয়েছে। এ বাবদ উত্তর-পূর্বাঞ্চলের প্রত্যেক রাজ্যের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। তিনি আরো বলেছেন আত্মনির্ভর ভারত প্যাকেজ এক, দুই এবং তিন কেন্দ্র যথাক্রমে ১৩ই মে ও ১৭ই মে এবং ১২ই অক্টোবর, ১২ই নভেম্বর ঘোষণা করেছিল ।
কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে এবং দেশকে আত্মনির্ভর করে তোলার জন্য, বিভিন্ন দীর্ঘমেয়াদী প্রকল্প, কর্মসূচি ও নীতি আত্মনির্ভর ভারত প্যাকেজের আওতায় ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজ এবং প্রকল্পগুলি উত্তর-পূর্ব ভারত সহ গোটা দেশে আত্মনির্ভর ভারত অভিযান এর আওতাভুক্ত।
***
CG/CB
(Release ID: 1705884)
Visitor Counter : 147