নির্বাচনকমিশন
আসাম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-২০২১, এই সময়ে আরপি আইন-১৯৫১-র ১২৬ নম্বর ধারা অনুযায়ী সংবাদ মাধ্যমে প্রচার সংক্রান্ত বিজ্ঞপ্তি
Posted On:
17 MAR 2021 7:18PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৭ মার্চ, ২০২১
ভারতের নির্বাচন আয়োগ আসাম, কেরালা, পন্ডিচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ গত ২৬ ফেব্রুয়ারি ঘোষণা করেছে।
সেই অনুযায়ী আসামে তিনটি দফায় নির্বাচন হবে। পন্ডিচেরি, কেরালা এবং তামিলনাড়ুতে একটি দফায় ভোট নেওয়া হবে। অন্যদিকে, পশ্চিমবঙ্গে আটটি দফায় নির্বাচন হবে।
আয়োগের পক্ষ থেকে আসাম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-২০২১, এই সময়ে আরপি আইন-১৯৫১-র ১২৬ নম্বর ধারা অনুযায়ী সংবাদ মাধ্যমে প্রচার সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নির্বাচনের দিনের আগের ৪৮ ঘন্টা কোনরকম জনসমাবেশ বা প্রচার করা যাবে না।
ভোটগ্রহণ স্থলে কোন রকম প্রচার করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনের দিন ভোট দাতাদের ওপর কোনো রকম প্রভাব খাটানো যাবে না।
নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে টেলিভিশন চ্যানেল গুলিতে এবং নির্বাচনের দিন বিধি ভঙ্গ হয় এরকম কোন সম্প্রচার করা যাবে না।
এই প্রসঙ্গে, আরপি আইন -১৯৫১ এর ধারা ১২৬-এ অনুযায়ী বলা হয়েছে যে নির্ধারিত সময় কালে কিভাবে এবং কতটুকু সময় প্রচারের জন্য ব্যয় করা হবে।
***
CG/SB
(Release ID: 1705718)
Visitor Counter : 196