প্রতিরক্ষামন্ত্রক
সেনাবাহিনী এবার তাদের ১৩০ মিলিমিটার স্বয়ংক্রিয় বন্দুক এবং ১৬০ মিলিমিটার মর্টার বাতিল করে দিল
प्रविष्टि तिथि:
16 MAR 2021 4:57PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ মার্চ, ২০২১
ভারতীয় সেনাবাহিনী আজ রাজস্থানের মহাজন' মাঠের ফায়ারিং রেঞ্জ সার্ভিস থেকে দীর্ঘদিন সেবাপ্রদানকারী দুটি অস্ত্র বাতিল করে দিয়েছে। এর মধ্যে রয়েছে সেনাবাহিনীর আর্টিলারি সিস্টেমের মধ্যে থাকা ১৩০ মিলিমিটার স্বয়ংক্রিয় বন্দুক এবং ১৬০ মিলিমিটার টাম্পেলা মর্টার।
সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, প্রায় ৬০ বছর ধরে সেনাবাহিনীতে সামিল থাকা এই অস্ত্র দুটি এবার বাতিল করে দেওয়া হল। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে নতুন ধরনের অস্ত্র তৈরির পথ প্রশস্ত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৩০ মিলিমিটার ক্যাটাপুল্ট স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ১৯৮১ সালে ভারতীয় সেনা বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
অন্যদিকে, ১৬০ মিলিমিটার টাম্পেলা মর্টার গুলি ইজরায়েলী প্রতিরক্ষা বাহিনী থেকে আমদানি করা হয়েছিল। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধে এগুলির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
***
CG/SB
(रिलीज़ आईडी: 1705298)
आगंतुक पटल : 239