অর্থমন্ত্রক

৮২,০৭২টি অ্যাসেসমেন্ট কেস ফেসলেস পদ্ধতিতে সমাধান করা হয়েছে

प्रविष्टि तिथि: 16 MAR 2021 5:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ মার্চ ২০২১

আয়কর অ্যাসেসমেন্ট এখন ফেসলেস বা সরাসরি মানুষের হস্তক্ষেপ ছাড়াই সম্পন্ন করা হচ্ছে। রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানান অর্থ প্রতিমন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি আরও জানান, সেন্ট্রাল চার্জের এক্তিয়ারে থাকা অ্যাসেসমেন্ট অর্ডার এবং আন্তর্জাতিক কর মাশুল বিভাগের এক্তিয়ারে থাকা অ্যাসেসমেন্ট অর্ডারগুলি বাদে অন্যান্য আয়কর অ্যাসেসমেন্টের যাবতীয় বিষয় ফেসলেস পদ্ধতিতে সম্পন্ন করা হচ্ছে।


১৯৬১’র আয়কর আইনের ১৪৩ (৩) বা ১৪৪ ধারার আওতায় মোট আয় বা ক্ষতির সঠিক নিরূপণের লক্ষ্যেই ফেসলেস অ্যাসেসমেন্ট ব্যবস্থা কার্যকর করা হয়। এই ব্যবস্থা কার্যকর হওয়ার ফলে সমগ্র অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন ব্যবস্থায় কর্মদক্ষতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা বেড়েছে। এমনকি, আয়কর আধিকারিক এবং করদাতার মধ্যে প্রয়োজন ব্যতিরেকে সরাসরি সাক্ষাৎ এড়ানো গেছে। তিনি আরও বলেন, কর মূল্যায়ন ব্যবস্থায় প্রযুক্তির সর্বাধিক সদ্ব্যবহারের ফলে সম্পদের ব্যবহার বাড়ছে এবং দ্রুততার সঙ্গে কাজকর্ম সম্পাদনে আরও বৈচিত্র্য এসেছে।


তিনি আরও বলেন, গত ১০ মার্চ পর্যন্ত ৮২ হাজার ৭২টি অ্যাসেসমেন্ট কেস ফেসলেস পদ্ধতিতে সমাধান হয়েছে। এ সম্পর্কে তিনি আরও জানান, ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লায়েড ইকনোমিক রিসার্চ (এনসিএইআর) নামে একটি নিরপেক্ষ সংস্থা ফেসলেস পদ্ধতিতে কর সংক্রান্ত বিষয়ের সমাধানে করদাতাদের অভিজ্ঞতা জানতে সমীক্ষা চালাচ্ছে। তিনি আরও জানান, বর্তমানে ফেসলেস পদ্ধতিতে জিএসটি সংক্রান্ত অ্যাসেসমেন্টের স্ক্রুটিনি করার কোনও প্রস্তাব সরকারের কাছে নেই। জিএসটি আইনেই বৈদ্যুতিন পদ্ধতিতে রিটার্ন দাখিল ও অ্যাসেসমেন্টের সংস্থান রয়েছে। তাই, জিএসটি অ্যাসেসমেন্টের জন্য পৃথক ফেসলেস ব্যবস্থা কার্যকর করার প্রয়োজন নেই।

***

 

 

CG/BD/SB


(रिलीज़ आईडी: 1705242) आगंतुक पटल : 172
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Telugu