আয়ুষ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়ুষ মন্ত্রকের রিজিওনাল কাম ফেসিলিটেশন সেন্টার

Posted On: 16 MAR 2021 1:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ মার্চ ২০২১
 
আয়ুষ মন্ত্রকের ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান্টস্‌ বোর্ড (এনএমপিবি) আঞ্চলিক স্তরে ৭টি ফেসিলিটেশন বা সুবিধা কেন্দ্র চালু করেছে। এ ধরনের একটি কেন্দ্র কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে। এই কেন্দ্রটি পূর্বাঞ্চলীয় ফেসিলিটেশন সেন্টার হিসাবে কাজ করছে। দেশে এ ধরনের ৭টি আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলা হয়েছে। বাকি ৬টি কেন্দ্র হিমাচল প্রদেশের যোগেন্দ্রনগর, জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, মধ্যপ্রদেশের জব্বলপুরে রাজ্য অরণ্য গবেষণা প্রতিষ্ঠান, কেরলে ত্রিশূরে রাজ্য অরণ্য গবেষণা প্রতিষ্ঠান, আসামের জোরহাটে রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয় এবং মহারাষ্ট্রের পুণেতে সাবিত্রী ফুলে বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে। 
 
কেন্দ্রীয় অর্থমন্ত্রক আত্মনির্ভর ভারত প্যাকেজের আওতায় ঔষধি গুণসম্পন্ন গাছের সংরক্ষণ ও চাষে ৪ হাজার কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করে। সেই অনুসারে, আয়ুষ মন্ত্রক ঔষধি গুণসম্পন্ন গাছের চাষ ও বিপণনে প্রধানমন্ত্রী বৃক্ষ আয়ুষ যোজনা কর্মসূচি রূপায়ণের খসড়া তৈরী করেছে। ঔষধি গুণসম্পন্ন গাছের চাষ ও সংরক্ষণে মন্ত্রক কেন্দ্রীয় সহায়তাপুষ্ট জাতীয় আয়ুষ মিশন রূপায়ণ করেছে। এই মিশনের আওতায় ১৪০টি প্রজাতির ঔষধি গুণসম্পন্ন গাছের চাষ ও সংরক্ষণে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এমনকি, অঞ্চল-ভিত্তিক বিশেষ প্রজাতির ঔষধি গুণসম্পন্ন গাছের চাষেও মন্ত্রক গুরুত্ব দিচ্ছে। রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন আয়ুষ প্রতিমন্ত্রী শ্রী কিরেণ রিজিজু। 
***
 
 
 
CG/BD/SB

(Release ID: 1705188) Visitor Counter : 168