ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

মেরা রেশন মোবাইল অ্যাপের আজ সূচনা হয়েছে

Posted On: 12 MAR 2021 4:33PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ মার্চ, ২০২১
 
ভারত সরকারের পক্ষ থেকে 'এক জাতি এক রেশন কার্ড' প্রকল্পে আজ মেরা রেশন মোবাইল অ্যাপ-এর সূচনা করা হয়েছে। কেন্দ্রীয় খাদ্য এবং গণবণ্টন বিভাগের সচিব শ্রী সুধাংশু পান্ডে আজ নতুন দিল্লিতে এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 
 
এই অ্যাপটি রেশন গ্রাহকদের প্রভূত সহায়তা করবে।
 
এই উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে শ্রী পান্ডে জানান, প্রাথমিকভাবে চারটি রাজ্যে ২০১৯-এর আগস্টে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এরপর খুব স্বল্প সময়ের মধ্যে ৩২টি রাজ্যে ২০২০-র ডিসেম্বরের মধ্যে করা হয়। বাকি চারটি রাজ্য আসাম, ছত্রিশগড়, দিল্লি এবং পশ্চিমবঙ্গে আশা করা যায় যে, আগামী কয়েক মাসের মধ্যে তা শুরু করা যাবে। বর্তমানে এই প্রকল্পের আওতায় ৬৯ কোটি রেশন গ্রাহককে অন্তর্ভুক্ত করা হয়েছে।
 
এক জাতি এক রেশন কার্ড জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় আনা হয়েছে। যেখানে রেশন গ্রাহকরা বিশেষ করে পরিযায়ী গ্রাহকরা দেশের সর্বত্র ন্যায্য মূল্যের রেশন দোকান থেকে খাদ্য শস্য সংগ্রহ করতে পারবেন।
 
***
 
 
 
CG/SB


(Release ID: 1704505) Visitor Counter : 188