পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

দেশে তেল ও প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বাড়াতে বিভিন্ন পদক্ষেপ

Posted On: 10 MAR 2021 2:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ মার্চ ২০২১

 

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক দেশে তেল ও প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বাড়াতে একাধিক দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী পদক্ষেপ নিয়েছে। 

 

দীর্ঘমেয়াদী পদক্ষেপ

• প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট ব্যবস্থার আওতায় নীতি-নির্দেশিকা সরল করা হয়েছে, যাতে হাইড্রোকার্বন খনিগুলি থেকে উত্তোলন দ্রুত শুরু করা যায়।

• ছোট মাপের উত্তোলন খনি নীতি, ২০১৫ কার্যকর করা হয়েছে।

• হাইড্রোকার্বন অনুসন্ধান ও উৎপাদন নীতি, ২০১৬ কার্যকর হয়েছে।

• প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট ব্যবস্থা ২০১৬ ও ১৭’তে আরও সুবিন্যস্ত করা হয়েছে। 

• ২০১৭’র কয়লা খনিতে সঞ্চিত মিথেন গ্যাস উত্তোলন নীতি সরল করা হয়েছে, যাতে দ্রুত উৎপাদন শুরু করা যায়।

• ২০১৭’তে জাতীয় স্তরে একটি তথ্য ভান্ডার গড়ে তোলা হয়েছে।

• হাইড্রোকার্বন সম্পদের পুনর্মূল্যায়ন করা হয়েছে। 

• তেল ও প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হয়েছে।

• হাইড্রোকার্বন অনুসন্ধান ও উত্তোলন নীতিতে সংস্কার করা হয়েছে, যাতে দেশে তেল ও প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো যায়।

 

স্বল্পমেয়াদী পদক্ষেপ

 

• ইতিমধ্যেই তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে, এমন খনিগুলিতে দ্রুত উৎপাদন শুরু করা।

• রুগ্নপ্রায় উত্তোলন খনিগুলির পুনরুজ্জীবন।

• উত্তোলন সংক্রান্ত সুযোগ-সুবিধা ও অন্যান্য পরিকাঠামো ক্ষেত্রে সংস্কার।

• সার্ভিস কন্ট্রাক্ট ও আউটসোর্সিং-এর মাধ্যমে ছোট ও প্রান্তিক উত্তোলন খনিগুলিতে দ্রুত উৎপাদন প্রক্রিয়া চালু করে। 

• সুনির্দিষ্ট উত্তোলন কেন্দ্রগুলিতে উপযুক্ত প্রযুক্তির প্রয়োগ।

রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি আরও জানান, দেশে অশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন হ্রাস পাওয়ার পেছনে রয়েছে উত্তোলন খনিগুলিতে জল ভরে যাওয়া, পশ্চিম উপকূল অঞ্চলে কয়েকটি প্রকল্পের নির্মাণ কাজে বিলম্ব এবং আসামের উৎপাদন এলাকাগুলিতে পাইপলাইন বসানোর ক্ষেত্রে বাধা ও হরতালের মতো সমস্যা। 

***

 

 

CG/BD/SB



(Release ID: 1703859) Visitor Counter : 160


Read this release in: English , Urdu , Marathi , Punjabi