সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
বৃত্তিপ্রদান কর্মসূচি
Posted On:
10 MAR 2021 2:56PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ মার্চ ২০২১
কেন্দ্রীয় সামাজিক ন্যায়-বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক বিভিন্ন কেন্দ্রীয় সহায়তাপুষ্ট ও কেন্দ্রীয় স্তরের কর্মসূচি রূপায়ণের মাধ্যমে ভিন্নভাবে সক্ষম ছাত্রছাত্রী সহ প্রান্তিক শ্রেণীর পড়ুয়াদের বৃত্তি প্রদান করছে। মন্ত্রক ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ এ দ্বাদশ ও তার ওপরের শ্রেণীর তপশিলি শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীদের জন্য মাধ্যমিক পরবর্তী বৃত্তি প্রদান কর্মসূচির মাধ্যমে যথাক্রমে ৬০ লক্ষ ২৯ হাজার, ৫২ লক্ষ ৮০ হাজার এবং ৫৭ লক্ষ ৪২ হাজার টাকা সাহায্য দিয়েছে। একইভাবে, নবম ও দশম শ্রেণীর তপশিলি শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীদের ২০১৮-১৯ এ ২৬ লক্ষ ৩০ হাজার টাকা, ২০১৯-২০’তে ২৮ লক্ষ ৯ হাজার টাকা এবং ২০২০-২১ ২৯ লক্ষ ৬৫ হাজার টাকা বৃত্তি প্রদান করেছে। এছাড়াও, মন্ত্রক সাফাই এবং শারীরিক ঝুঁকি রয়েছে, এমন পেশার সঙ্গে যুক্ত প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রাক্-মাধ্যমিক বৃত্তি প্রদান করে থাকে।
অন্যান্য অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রাক্-মাধ্যমিক ও মাধ্যমিক পরবর্তী শিক্ষার জন্যও বৃত্তি প্রদান করে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য মন্ত্রক ডঃ আম্বেদকর প্রাক্-মাধ্যমিক বৃত্তি কর্মসূচি রূপায়ণ করছে। তপশিলি শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীদের পিএইচডি এবং উচ্চতর শিক্ষার ক্ষেত্রে বিদেশে অধ্যয়নের সুযোগ করে দিতে জাতীয় স্তরে এই কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে ।
বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষমতায়ন বিষয়ক দপ্তর নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রাক-মাধ্যমিক বৃত্তি প্রদান কর্মসূচির মাধ্যমে ২০১৮-১৯ এ ৬ হাজার ৭৬৭ জন, ২০১৯-২০’তে ২২ হাজার ২১৮ জন এবং ২০২০-২১ এ ১ হাজার ৪৩৮ জন ছাত্রছাত্রীকে বৃত্তি সুবিধা দিয়েছে। একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত ডিগ্রি/ডিপ্লোমা কোর্সে পঠন-পাঠনরত ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরবর্তী বৃত্তি প্রদান কর্মসূচির মাধ্যমে দপ্তর ২০২০-২১ এ ৩ হাজার ৩২৫ জন ছাত্রছাত্রীকে সাহায্য দিয়েছে। রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে এ তথ্য দেন সামাজিক ন্যায়-বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী শ্রী রতন লাল কাটারিয়া।
***
CG/BD/SB
(Release ID: 1703855)
Visitor Counter : 141