স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
মানসিক স্বাস্হ্য নিয়ে সহায়তার জন্য কোভিড-১৯ হেল্পলাইন চালু
Posted On:
09 MAR 2021 1:23PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ মার্চ ২০২১
মহামারী ও লকডাউনের সময় সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্য রক্ষা এবং উদ্বেগ দূর করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন নিমহ্যান্স প্রতিষ্ঠানে নিঃশুল্ক ২৪X৭ হেল্পলাইন (080-46110007) চালু করেছে। জাতীয় স্তরের এই হেল্পলাইনে গত ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ লক্ষ ৩৭ হাজার ৫৫৬টি ফোনকল পাওয়া গেছে। এছাড়াও, ৫৩ হাজার ৮১ জনকে এই হেল্পলাইন মারফৎ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।
তেজপুরে লোকপ্রিয় গোপীনাথ বরদোলোই রিজিওনাল ইন্সটিটিউট অফ মেন্টাল হেলথ এবং রাঁচির সেন্ট্রাল ইন্সটিটিউট অফ সাইকিয়াট্রি প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকেও আঞ্চলিক বা স্থানীয় ভাষায় মানসিক স্বাস্থ্য নিয়ে পরামর্শ দেওয়া হয়েছে। তেজপুরের এই মনস্তাত্ত্বিক প্রতিষ্ঠানটি সাইকোথেরাপি পরামর্শ দেওয়ার জন্য আরও দুটি হেল্পলাইন নম্বর চালু করে। রাজ্যসভায় আজ লিখিত জবাবে একথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও জানান, মনস্তাত্ত্বিক সহায়তা ও পরামর্শের জন্য সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের পক্ষ থেকেও মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন ‘কিরণ’ (1800-500-0019) চালু করা হয়েছে। নিঃশুল্ক এই হেল্পলাইনের মাধ্যমে ২৪ ঘন্টাই ১৩টি আঞ্চলিক ভাষায় পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ওয়েবসাইটেও সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্ন নীতি-নির্দেশিকা, পরামর্শ ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিবরণী প্রকাশ করা হয়েছে। শিশুদের পরিচর্যার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কোভিড-১৯ মহামারীর সময় মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দিতে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ স্পীচ অ্যান্ড হিয়ারিং প্রতিষ্ঠান সোস্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ বজায় রেখেছে। বেঙ্গালুরুর নিমহ্যান্স প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য ও স্নায়ু বিকারগ্রস্ত রোগী, যাঁরা কোভিডে আক্রান্ত হয়েছেন, তাঁদের চিকিৎসার জন্য পৃথক ওয়ার্ড চালু করে। গত বছরের ১৩ জুলাই এই ওয়ার্ড চালু করা হয়। ৭২ জন কোভিড আক্রান্ত মানসিক রোগীর এখানে চিকিৎসা করা হয়েছে বলেও শ্রী চৌবে জানান।
***
CG/BD/SB
(Release ID: 1703501)
Visitor Counter : 146