স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র মহারাষ্ট্র এবং পাঞ্জাবে উচ্চপর্যায়ের জনস্বাস্থ্য বিষয়ক প্রতিনিধিদল পাঠাচ্ছে

Posted On: 06 MAR 2021 2:19PM by PIB Kolkata

নতুন দিল্লি,০৬ মার্চ,২০২১


ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয়  সরকার মহারাষ্ট্র এবং পাঞ্জাবে উচ্চপর্যায়ের জনস্বাস্থ্য বিষয়ক প্রতিনিধিদল পাঠাচ্ছে। এই প্রতিনিধি দলটি রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করে কাজ করবে।


কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন বিপর্যয় মোকাবিলা সেলের বরিষ্ঠ স্বাস্থ্য আধিকারিক ডক্টর পি রবীন্দ্রনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মহারাষ্ট্র পাঠানো হচ্ছে। অন্যদিকে, পাঞ্জাবে যে প্রতিনিধি দলটি পাঠানো হচ্ছে তার নেতৃত্বে রয়েছেন নতুন দিল্লির রাষ্ট্রীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের অধিকর্তা ডাক্তার এস কে সিং। 


 জনস্বাস্থ্য সংক্রান্ত বিশেষ এই প্রতিনিধি দল দুটি মহারাষ্ট্র এবং পাঞ্জাবে কোভিড অধ্যুষিত এলাকাগুলি পরিদর্শন করবে। তাঁদের পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য সচিব অথবা স্বাস্থ্য সচিবের সঙ্গে পরামর্শ করবেন।


কেন্দ্রীয় সরকার কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের সমস্ত বিভাগ এবং গোটা সমাজকে একটি ছাতার তলায় নিয়ে এসেছে। রাজ্য সরকার গুলিকে কোভিডের বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকার সর্বতোভাবে সহযোগিতা করছে। সেই লক্ষ্যেই জন স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ প্রতিনিধি  দল পাঠানো হচ্ছে।

***

 

 

CG/ SB



(Release ID: 1702886) Visitor Counter : 175