বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

দেবস্থল অপটিকাল টেলিস্কোপে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত স্পেকট্রোগ্রাফ মহাকাশে অনেক দূরের আবছা আলোকেও চিহ্নিত করতে পারবে

Posted On: 03 MAR 2021 11:33AM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩ মার্চ, ২০২১

        ভারতীয় বিজ্ঞানীরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে কম খরচে একটি     অপটিকাল স্পেকট্রোগ্রাফ তৈরি করেছেন যেটি মহাকাশে দূরের ছায়াপথ থেকে আসা আবছা আলোকে শনাক্ত করতে পারবে। এছাড়া বিশালাকৃতি কৃষ্ণগহ্বর এবং হাজার হাজার আলোকবর্ষ দূরে থাকা মহাজাগতিক বিস্ফোরণের থেকে সৃষ্ট আলোক তরঙ্গকে এই স্পেকট্রোগ্রাফের সাহায্যে দেখা যাবে।   

        অ্যারিস-দেবস্থল ফেন্ট অবজেক্ট স্পেকট্রোগ্রাফ অ্যান্ড ক্যামেরা (এডিএফওএসসি)  নামের এই দেশীয় প্রযুক্তির স্পেকট্রোগ্রাফটি কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বায়ত্ব শাসিত সংস্থা নৈনিতালের আর্যভট্ট রিসার্চ ইন্সটিটিউট অফ অবজারভেশনাল সায়েন্সেস (অ্যারিস) তৈরি করেছে। এত দিন এই ধরণের স্পেকট্রোস্কোপ বিদেশ থেকে আনা হত,  যেটি যথেষ্ট ব্যয়বহুল। অ্যারিসের বিজ্ঞানীদের উদ্ভাবিত স্পেকট্রোস্কোপটি,  আমদানি করা স্পেকট্রোস্কোপের থেকে যথেষ্ট সস্তা। যেই আলোর উৎস থেকে  প্রতি সেকেন্ডে একটি করে ফোটন নিঃসৃত হয়, সেটিকে এডিএফওএসসি সহজেই শনাক্ত করতে পারে।   

        জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত দেশে যত গুলি স্পেকট্রোগ্রাফ রয়েছে এডিএফওএসসি তার মধ্যে সর্ববৃহৎ। ৩.৬ মিটার দীর্ঘ দেবস্থল অপটিকাল টেলিস্কোপে এই স্পেকট্রোস্কোপ সফলভাবে কাজ করছে। উত্তরাখন্ডের নৈনিতালে অবস্থিত এই স্পেকট্রোস্কোপ শুধু ভারতেরই নয় এশিয়ার মধ্যে সর্ববৃহৎ।

        অ্যারিসের নির্দেশক অধ্যাপক দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেছেন, জ্যোতির্বিদ্যা ও জ্যোতির্বিজ্ঞানে আত্মনির্ভর হয়ে ওঠার ক্ষেত্রে এডিএফওএসসি তৈরি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

        ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) সহ কিছু অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগী সংস্থার সহযোগিতায় বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা এই স্পেকট্রোস্কোপ তৈরি করেছে। ৩.৬ মিটার দীর্ঘ দেবস্থল টেলিস্কোপে ভবিষ্যতেও স্পেকট্রো-পোলারিমিটার এবং উচ্চবর্ণালী সংক্রান্ত বিশ্লেষণক্ষম জটিল সরঞ্জাম তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

***

 

 

CG/CB/NS



(Release ID: 1702338) Visitor Counter : 167


Read this release in: English , Urdu , Hindi , Manipuri