বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
সিএসআইআর- এনআইএসটিএডিএস এবং সিএসআইআর- এনআইএসসিএআইআর-এর উদ্যোগে কোভিড-১৯ টিকাকরণের নীতি বিষয়ক বার্তালাপ
Posted On:
03 MAR 2021 11:35AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৩ মার্চ, ২০২১
নতুন দিল্লির সিএসআইআর- এনআইএসটিএডিএস এবং সিএসআইআর- এনআইএসসিএআইআর-এর যৌথ উদ্যোগে কোভিড-১৯ টিকাকরণের নীতি সম্পর্কিত বিষয়ে বার্তালাপের ব্যবস্থা করা হয়। জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। করোনা অতিমারির মোকাবিলায় টিকাকরণ কর্মসূচি নিয়ে বিশেষজ্ঞরা তাঁদের মতামত জানান।
ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই বার্তালাপে সিএসআইআর- এর মহানির্দেশক ডক্টর শেখর সি মান্ডে, ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা কার্যালয়ের বিশেষজ্ঞ ডক্টর শৈলজা বৈদ্য গুপ্তা ছাড়াও বিজ্ঞান কেন্দ্র গুলির অধিকর্তারা উপস্থিত ছিলেন।
বিগত এক বছর ধরে করোনা জনিত পরিস্থিতিতে সিএসআইআর- এনআই এসটিএডিএস এবং সিএসআইআর- এনআইএসসিএআইআর যৌথভাবে একাধিক সচেতনতামূলক আলোচনাসভা, বৈঠকের আয়োজন ছাড়াও পুস্তিকা প্রকাশ করেছে।
***
CG/ SB
(Release ID: 1702336)
Visitor Counter : 159