সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

গড়করি, গাড়ি প্রস্তুতকারকদের দেশীয় প্রযুক্তিতে এমন ধরণের গাড়ি তৈরির পরামর্শ দিয়েছেন, যেখানে বিকল্প জ্বালানী ব্যবহার সম্ভব

प्रविष्टि तिथि: 02 MAR 2021 5:49PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ মার্চ, ২০২১
 
কেন্দ্রীয় সড়ক, পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতীন গড়করি, গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলিকে দেশীয় প্রযুক্তি উদ্ভাবন করতে পরামর্শ দিয়েছেন। যার সাহায্যে গাড়ি বিকল্প জ্বালানীতেও চলতে পারে। সোসাইটি অফ ইন্ডিয়া অটোমোবাইল ম্যানুফ্যাকচারার (এসআইএএম) -কে মন্ত্রী, ইথানল ব্যবহার করে গাড়ি চালানোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি উদ্ভাবনের জন্য আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বলেছেন, ইথানল সহজেই দেশে পাওয়া যেতে শুরু করেছে। সমীক্ষায় দেখা গেছে, ২ চাকার গাড়িগুলি ৭০ শতাংশের উপর পেট্রোল বা ডিজেল ব্যবহার করে চালানো হয়। এসআইএএম –এর প্রতিনিধি দলটি ২০২৪ সালের পয়লা এপ্রিল থেকে বিএস – ৬ ক্যাফে দ্বিতীয় ফেজ কার্যকর না করার আবেদন জানিয়েছেন। তারা বলেছেন, কোভিড মহামারির কারণে গাড়ি নির্মাণ শিল্প ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে, এই পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রক, একারণে পুরোনো নিয়ম চালু রাখার অনুরোধ জানিয়েছেন। মন্ত্রী, এব্যাপারে সব রকমের উদ্যোগ নেওয়ার জন্য আশ্বস্থ করেছেন।  
 
***
 
 
 
CG/CB/SFS

(रिलीज़ आईडी: 1702084) आगंतुक पटल : 231
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी