মানবসম্পদবিকাশমন্ত্রক

ভারতীয় জ্ঞান পরম্পরা পাঠক্রমের স্টাডি মেটেরিয়াল প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Posted On: 02 MAR 2021 6:54PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ মার্চ, ২০২১
 
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক আজ নয়ডাতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (এনআইওএস) –এর ভারতীয় জ্ঞান পরম্পরা পাঠক্রমের স্টাডি মেটেরিয়াল প্রকাশ করেছেন।
 
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এনআইওএস –এর বিভিন্ন দপ্তরের প্রধানরা ছাড়াও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। 
 
শ্রী পোখরিয়াল এই প্রসঙ্গে জানিয়েছেন, ভারতীয় জ্ঞান চর্চা দেশ – বিদেশে ছড়িয়ে দিতে হবে। বেদ, সংস্কৃত ব্যাকরণ, ভারতীয় দর্শন, সংস্কৃত ভাষা ও সাহিত্যের মতো বিষয়গুলি এনআইওএস –এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে পড়ানো হয়। এই স্টাডি মেটেরিয়ালগুলি সংস্কৃত ও হিন্দি ভাষায় পাওয়া যায়। 
 
মন্ত্রী জানিয়েছেন, ভারতীয়ত্বর বিষয়ে গর্ব অনুভব করার জন্য জাতীয় শিক্ষানীতিতে জোর দেওয়া হয়েছে। 
 
এনআইওএস, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরে বিভিন্ন বিষয় সংস্কৃত, হিন্দি ও ইংরাজী ভাষায় স্টাডি মেটেরিয়াল তৈরি করে। 
 
বিজ্ঞানের এই সময়ে জল, বায়ু ও ভূমি সংরক্ষণের মতো বিষয়গুলি বেদে যে স্থান পেয়েছে, সেবিষয়ে জানানো হয়। 
 
***
 
 
 
CG/CB/SFS


(Release ID: 1702083) Visitor Counter : 244