যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

স্পেকট্রাম নিলাম সম্পন্ন হয়েছে; প্রত্যাশার চেয়ে অধিক সাড়া পাওয়া গেছে

Posted On: 02 MAR 2021 6:38PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০২ মার্চ, ২০২১
 
 স্পেকট্রাম নিলামের জন্য এবার সর্বোচ্চ ডাক হয়েছে ৭৭,৮১৪.৮০ কোটি টাকা। আজ ৬৬৮.২০ কোটি টাকার বর্ধিত ডাক হয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের অধীন টেলি যোগাযোগ বিভাগের সচিব শ্রী অংশু প্রকাশ আজ ২০২১ সালের স্পেক্ট্রাম নিলাম সম্পন্ন করেছেন। এই নিলাম ডাক শুরু হয়েছিল ১ মার্চ। মোট ছয় দফা ডাকের পর আজ বেলা ১২ টা ৪৫ মিনিটে তা শেষ হয়।
 
শ্রী অংশু প্রকাশ জানান, ৮০০ মেগাহার্জ, ৯০০ মেগাহার্জ, ১৮০০ মেগাহার্জ, ২১০০ মেগাহার্জ এবং ২৩০০ মেগাহার্জ ব্যান্ডের জন্য নিলাম ডাকা হয়েছিল।
 
তিনজন দরদাতা ভারতী এয়ারটেল লিমিটেড, ভোদাফোন আইডিয়া লিমিটেড এবং রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড এই নিলামে অংশ নিয়েছিল।
 
***
 
 
 
CG/SB

(Release ID: 1702082) Visitor Counter : 186


Read this release in: English , Urdu , Hindi