অর্থমন্ত্রক

৪৫-তম সিভিল অ্যাকাউন্টস দিবস উদযাপন

Posted On: 01 MAR 2021 7:47PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০১ মার্চ, ২০২১
 
কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামনের পৌরহিত্যে নতুন দিল্লিতে ৪৫-তম সিভিল অ্যাকাউন্টস দিবস উদযাপিত হল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল শ্রী জিসি মুর্মু সহ অন্যান্য আধিকারিকরা। এই প্রথম এই দিনটি ভার্চুয়াল মাধ্যমে উদযাপন করা হয়। যেখানে ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মীরা অংশ নেন।
 
কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাঁর ভাষণে এই সার্ভিসের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে করোনা অতিমারি পরিস্থিতির মোকাবিলায়গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য অভিনন্দন জানান। প্রযুক্তির ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে অর্থ পৌঁছে দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য তাঁদের প্রশংসা করেন। শ্রীমতি সীতারামন অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে সুবিধাভোগীদের কাছে সরাসরি অর্থ পৌঁছে দেওয়ার বিষয়টি সাফল্য পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনটি বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেন। এর মধ্যে রয়েছে কাগজপত্রের ব্যবহার ছাড়া স্বচ্ছ সরকার, আধুনিক প্রযুক্তির সুযোগ নেওয়া এবং ডিজিটাল পেমেন্ট এর ওপর গুরুত্ব আরোপ করা।
 
ভারতের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল শ্রী জি সি মুর্মু তাঁর ভাষণে বলেন পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে সরকার আর্থিক লেনদেন সহজভাবে করতে সমর্থ হয়েছে। এই পদ্ধতির মাধ্যমে প্রধানমন্ত্রী কৃষি প্রকল্প সার্থকভাবে রূপায়িত হয়েছে। তিনি তথ্য প্রযুক্তির ব্যবহার করে জিওগ্রাফিক্যাল ট্যাগিং এর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
 
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদের চেয়ারম্যান ডক্টর বিবেক দেবরায় তাঁর ভাষণে দায়িত্বশীল সম্প্রদায়গুলি দেশ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে উল্লেখ করেন। জনগণের প্রয়োজনের বিষয়গুলি স্থানীয় সংস্থাগুলির মাধ্যমেই মেটানো সম্ভব বলে তিনি মনে করেন।
 
***
 
 
 
 
CG/SB


(Release ID: 1701979) Visitor Counter : 154


Read this release in: English , Urdu , Hindi , Telugu