জাহাজচলাচলমন্ত্রক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দোসরা মার্চ দ্বিতীয় মেরিটাইম ইন্ডিয়া সামিটের উদ্বোধন করবেন

Posted On: 24 FEB 2021 4:47PM by PIB Kolkata

 মুম্বাই, ২৪ ফেব্রুয়ারি, ২০২১

        বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক দোসরা থেকে চৌঠা মার্চ ভার্চুয়ালি মেরিটাইম ইন্ডিয়া সামিটের আয়োজন করেছে। http://www.maritimeindiasummit.in/ এই লিঙ্কের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ করা যাবে। বন্দর ও সামুদ্রিক বাণিজ্যে দেশী-বিদেশী বিনিয়োগকারীর আকৃষ্ট করতেই এই সম্মেলন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দোসরা মার্চ বেলা ১১টার সময় ভার্চুয়ালি এই সম্মেলনের উদ্বোধন করবেন।

        মুম্বাই পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান শ্রী রাজীব জালোটা জানিয়েছেন সামুদ্রিক বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট নীতি-নির্ধারক, পদস্থ সরকারি আধিকারিক, দেশী-বিদেশী বিনিয়োগকারী, জাহাজ চলাচল সংস্থাগুলির কর্তৃপক্ষ, বিশ্বের বিভিন্ন বড় বড় বন্দরের প্রতিনিধিরা এবং ভারতের যেসব রাজ্যে সামুদ্রিক বাণিজ্যের সঙ্গে সম্পর্ক রয়েছে ౼সেইসব রাজ্যের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেবেন।  

        উদ্বোধনী অধিবেশনে আফগানিস্তান, রাশিয়া, উজবেকিস্তান, ইরান ও আর্মেনিয়ার মন্ত্রীরা বন্দরের পরিকাঠামোর উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্য, আঞ্চলিক যোগাযোগের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন।

        বিভিন্ন অধিবেশনে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেবেন। প্রতিটি উপকূলবর্তী রাজ্যের জন্য বিশেষ অধিবেশনের ব্যবস্থা করা হয়েছে। মুম্বাই পোর্ট ট্রাস্টের পাশাপাশি মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, আন্দামান ও নিকোবর এবং লাক্ষ্মাদ্বীপ এই সম্মেলনের অংশীদার। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়ার সঙ্গে দেশ-বিদেশের সামুদ্রিক বাণিজ্যের সঙ্গে যুক্ত সংস্থাগুলির প্রতিনিধিরা এবং বিনিয়োগকারীরা আলোচনায় যোগ দেবেন। চৌঠা মার্চ সম্মেলনে চাবাহার দিবস উদযাপন করা হবে। ইরানের এই বন্দরটি ভারত মহাসাগরের সবথেকে ভালো যোগাযোগ কেন্দ্র।

***

 

 

CG/CB/NS 



(Release ID: 1700626) Visitor Counter : 146