অর্থমন্ত্রক

ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির অর্থ এবং সেন্ট্রাল ব্যাঙ্কের আধিকারিকদের নিয়ে প্রথম বৈঠক আয়োজন করছে ভারত

Posted On: 24 FEB 2021 6:16PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
 
ভারত আজ ভার্চুয়াল মাধ্যমে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির অর্থ ও সেন্ট্রাল ব্যাঙ্কের আধিকারিকদের নিয়ে একটি সভার আয়োজন করে। এই সভায় পৌরহিত্য করেন অর্থ মন্ত্রকের অর্থ নৈতিক বিষয়ক সচিব শ্রী তরুণ বাজাজ এবং রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর ডঃ মাইকেল পাত্র। এদিনের এই সভায় ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে ব্রাজিল, রাশিয়া, চীন এবং দক্ষিণ আফ্রিকার অর্থ ও সেন্ট্রাল ব্যাঙ্কের আধিকারিকরা যোগ দেন। 
 
ব্রিকস যখন তার ১৫ তম বার্ষিকী উদযাপন করছে, তখন ভারত ২০২১ সালে ব্রিকস-এর সভাপতিত্ব পদ গ্রহণ করেছে। 'ব্রিকস@১৫' থিমের আওতায় আন্ত-ব্রিকস সহযোগিতা, ধারাবাহিকতা, একত্রীকরণ এবং ঐক্যমতের মাধ্যমে সহযোগিতার বিষয়কে শক্তিশালী করে তোলার বিষয়গুলিকে ভারত গুরুত্ব দিচ্ছে।
 
২০২১ সালে ভারতের পৌরহিত্যে ব্রিকস আর্থিক সহযোগিতার বিষয়ে এটি প্রথম বৈঠক। এই বৈঠকে ভারত ২০২১ সালের মধ্যে আর্থিক সহযোগিতার রূপরেখা এবং আলোচনার বিষয়বস্তু যেমন বিশ্ব অর্থনৈতিক দৃষ্টিভঙ্গী ও কোভিড-১৯ মোকাবিলায় সামাজিক পরিকাঠামো ক্ষেত্রে অর্থ বরাদ্দ এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের বিষয়, নতুন উন্নয়ন ব্যাঙ্ক (এনডিবি)-এর কার্যকলাপ, ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগ ক্ষেত্রের জন্য আর্থিক সহযোগিতা এবং আর্থিক অন্তর্ভুক্তির মতো বিষয়ে বিভিন্ন চিন্তা ভাবনা ভাগ করে নিয়েছে। 
 
***
 
 
 
 
CG/SS/SKD


(Release ID: 1700621) Visitor Counter : 195