ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

গত বছরের তুলনায় এবার ১৬.৫৬ শতাংশ বেশি ধান কেনা হয়েছে

Posted On: 24 FEB 2021 11:41AM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
 
    ২০২০-২১ চলতি খরিফ বিপণন মরশুমে সরকারের নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্য প্রকল্পে কৃষকদের যথাযথ ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে খরিফ শস্য কেনার প্রক্রিয়া চলচ্ছে। 
 
    ২০২০-২১ খরিফ মরশুমে সরকার পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরাখন্ড, তামিলনাড়ু, চন্ডীগড়, জম্মু-কাশ্মীর, কেরালা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, ঝাড়খন্ড, আসাম, কর্ণাটক, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা থেকে সুষ্টুভাবে ধান কেনার প্রক্রিয়া চালাচ্ছে। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট রাজ্যগুলি থেকে ৬৫৮.৬১ লক্ষ মেট্রিক টন ধান কেনা হয়েছে, যা গত বছরের তুলনায় ১৬.৫৬ শতাংশ বেশি। গত বছর সংশ্লিষ্ট রাজ্যগুলি থেকে ৫৬৫.০৩ লক্ষ মেট্রিক টন ধান কেনা হয়েছে। মোট ৬৫৮.৬১ লক্ষ মেট্রিক টনের মধ্যে পাঞ্জাব থেকে ২০২.৮২ লক্ষ মেট্রিক টন ধান কেনা হয়েছে। 
 
    ধান ক্রয় প্রক্রিয়ার ফলে চলতি খরিফ বিপণন মরশুমে ৯৫.২৩ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। এরজন্য কৃষকদের ১,২৪,৩৪৫.৬৬ কোটি টাকা ন্যূনতম সহায়ক মূল্য প্রদান করা হয়েছে। 
 
    রাজ্যগুলির প্রস্তাবের ওপর ভিত্তি করে তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ওড়িশা, রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশ থেকে মূল্য সহায়ক প্রকল্পের আওতায় ২০২০র খরিফ বিপণন মরশুমে ৫১.৯২ লক্ষ মেট্রিক টন ডাল ও তৈলবীজ কেনা হয়েছে। অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালাতে ১.২৩ লক্ষ মেট্রিক টন নারকেলের শুকনো শাঁস কেনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা ও তামিলনাড়ু থেকে প্রস্তাবের ভিত্তিতে ২০২০-২১ রবি বিপণন মরশুমে ২৬.৬৯ লক্ষ মেট্রিক টন ডাল এবং তৈলবীজ কেনার অনুমোদন দেওয়া হয়েছে। অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে ডাল, তৈলবীজ, নারকেলের শুকনো শাঁস কেনার প্রস্তাব পেলে সরকার তাতে অনুমোদন দেবে। 
 
    চলতি বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান থেকে  সরকার নির্ধারিত নোডাল এজেন্সির মাধ্যমে ৩,০৯,৩০৭.১২ মেট্রিক টন মুগ, উর্দ, তুর এবং সয়াবিন কেনা হয়েছে। এরজন্য ১ লক্ষ ৬৭ হাজার ৭৫২ জন কৃষককে ১,৬৬৫.৮২ কোটি টাকা ন্যূনতম সহায়ক মূল্য প্রদান করা হয়েছে।
 
    এ বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত কর্ণাটক ও তামিলনাড়ু ৩ হাজার ৯৬১ জন কৃষকের কাছ থেকে ৫০৮৯ মেট্রিক টন নারকেলের শুকনো শাঁস কেনা হয়েছে। এরজন্য ৫২.৪০ কোটি টাকা ন্যূনতম সহায়ক মূল্য প্রদান করা হয়েছে। 
 
    এর পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং কর্ণাটক থেকে ন্যূনতম সহায়ক মূল্য প্রকল্পের আওতায় তুলোর বীজ (কাপাস) কেনার প্রক্রিয়া সুষ্টুভাবে চলছে। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ১৮ লক্ষ ৯৫ হাজার ৯৬৬ জন কৃষকের কাছ থেকে ২৬,৭০৫.১৯ কোটি টাকা মূল্যে ৯১ লক্ষ ৬৮ হাজার ৬৪টি তুলোর গজ কেনা হয়েছে। 
 
***
 
 
 
 
CG/SS/NS

(Release ID: 1700460) Visitor Counter : 199