ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় ৩০ লক্ষ সুবিধাভোগীকে. যুক্ত করা হয়েছে, রাজ্যে আরও বেশি উপভোক্তা চিহ্নিতকরণের কাজ চলছে
Posted On:
20 FEB 2021 3:55PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ ফেব্রুয়ারি, ২০২১
গুজরাটের গান্ধীনগরে
কেন্দ্রীয় সরকারের খাদ্য এবং গণবণ্টন বিভাগের সচিব সুধাংশু পান্ডে ওই রাজ্যের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের প্রয়োগ নিয়ে পর্যালোচনা করেছেন। তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত খাদ্য সুরক্ষা আইনের আওতায় ৩০ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। আরও বেশি উপভোক্তাকে এই আইনের আওতায় আনার প্রচেষ্টা চালানো হচ্ছে।
দেখা গেছে যে পিএসএস- এর আওতায় গম ও ধানের ক্রমবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় গুজরাটে বার্ষিক প্রয়োজনের তুলনায় গম ও ধানের উৎপাদন বেশি হয়। এতে জোর দেওয়া হয়েছিল যে রাজ্য সরকারকে বার্ষিক প্রয়োজনে পরিমাণ অনুসারে সংগ্রহের লক্ষ্য বজায় রাখা উচিত যা কেবল স্থানীয় কৃষকদের উপকার করবে না বরং অন্যান্য রাজ্য থেকে খাদ্যশস্য আনতে যে পরিবহন খরচ হয় তাও বাঁচাতে পারবে।
খাদ্য সচিব জানান যে, পাঁচটি শহরে পাইলট হিসাবে স্বয়ংক্রিয় শস্য বিতরণ যন্ত্র গুলি পরীক্ষা করা হচ্ছে, যা উপভোগ তাদের এফপিএস-এ না গিয়ে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য গ্রহণ করতে সক্ষম করবে। গুজরাট সরকার পরীক্ষামূলক ভাবে আমেদাবাদ শহরে এই জাতীয় যন্ত্র স্থাপনের বিষয়টি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে।
খাদ্য সচিব গান্ধীনগর অবস্থিত খাদ্য গবেষণাগারটিও পরিদর্শন করেন। এই গবেষণাগারে রয়েছে বিভিন্ন পরীক্ষার সরঞ্জাম, খাদ্যশস্য প্রসেসিং, স্টোরেজ এবং সংরক্ষণের উপায় জানার কলাকৌশল।
***
CG/SB
(Release ID: 1699720)
Visitor Counter : 144