স্বরাষ্ট্র মন্ত্রক

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ কলকাতায় ভারত সেবাশ্রম সংঘে প্রণবানন্দজী’কে শ্রদ্ধা জানিয়ে গুরুদের আশীর্বাদ নিয়েছেন

Posted On: 18 FEB 2021 7:20PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
 
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ কলকাতায় ভারত সেবাশ্রম সংঘে প্রণবানন্দজীকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে গুরুদের আশীর্বাদ নিয়েছেন। এই উপলক্ষে তিনি বলেছেন, আজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। কারণ, এই দিনেই আচার্য রামকৃষ্ণ পরমহংস ও চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। তিনি আরও বলেন, এটা তাঁর কাছে অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয় যে, তিনি সেই জায়গায় উপস্থিত রয়েছেন, যেখানে যোগাচার্য প্রণবানন্দজী দীর্ঘ সময় কাটিয়েছেন। যোগাচার্য প্রণবানন্দজী দেশের কাছে এক গুরুত্বপূর্ণ সময়ে স্বধর্ম ও স্বরাজ মতবাদের প্রতি জোরালো সওয়াল করেছিলেন। শ্রী শাহ বলেন, যখন দেশ ভাগের ঘটনা ঘটেছে, তখন এই এলাকা ভারতের সঙ্গেই যুক্ত থেকেছে। বিভাজনের ঐ  সময়ে প্রণবানন্দজী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীকে উৎসাহিত করেছিলেন। প্রণবানন্দের ভারত সেবাশ্রম সংঘ সেই সময় যুবসম্প্রদায়ের মধ্যে দেশাত্মবোধ, ধর্মীয় সহমত, আধ্যাত্মিকতা, সেবা, নিষ্ঠা এবং আত্মত্যাগের ধারণা ছড়িয়ে দিতে দেশ জুড়ে অভিযানের সূচনা করেছিল। মূল্যবোধের প্রতি ১০৫ বছর আগে প্রোথিত বীজটি আজ এক বিশাল মহীরূহে পরিণত হয়েছে। সংঘের স্বেচ্ছাসেবকরা ধর্ম ও জাতি-নির্বিশেষে মানুষের সেবা করেছেন।
 
পবিত্র গঙ্গাসাগর ভ্রমণের পর শ্রী শাহ বলেন, আমি এখানে এসে অভিভূত এবং কপিল মুনির মন্দির শতাব্দীর পর শতাব্দী ধরে আধ্যাত্মিকতা ও প্রকৃতির  সংরক্ষণের এক প্রতীক। তিনি, প্রত্যেক তীর্থস্থান বারবার কিন্তু গঙ্গাসাগর একবার – এই আপ্তবাক্য আরও একবার উল্লেখ করেন। প্রকৃতপক্ষে, আমাদের পূর্বসূরীরা এভাবেই কপিল মুনির মন্দিরকে বর্ণনা করেছেন। তিনি আরও বলেন, আমাদের পুরাণ অনুযায়ী, মহারাজা ভগীরথ তাঁর ৭ হাজার পূর্বসূরীর আত্মার মুক্তি দিতে হিমালয়ের কোল থেকে গঙ্গাকে  গঙ্গাসাগরে নিয়ে এসেছিলেন। এমনকি, আজ হাজার বছরের বেশি সময় পরও পবিত্র গঙ্গা ভারতবাসীর জীবনরেখা।
 
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত পরিচ্ছন্ন গঙ্গা কর্মসূচির কাজ এগিয়ে চলেছে। আজ গঙ্গাসাগরের প্রকৃত অবস্থা অত্যন্ত বেদনাদায়ক। আমার সরকার দায়িত্বে এলেই পরিস্থিতি সংশোধনের কাজ শুরু হবে। এমনকি, পশ্চিমবঙ্গেও গঙ্গাসাগর পর্যন্ত নমামী গঙ্গে কর্মসূচির কাজ দ্রুত শেষ করা হবে। গঙ্গানদীকে পবিত্র ও দূষণমুক্ত করার বিভিন্ন প্রয়াস সম্পর্কে শ্রী শাহ বলেন, গঙ্গানদীর হৃত গৌরব পুনরুদ্ধারে করণীয় সবকিছু করা হবে, যাতে গঙ্গানদীর পবিত্র জলের সঙ্গে আগামী প্রজন্মও আশীর্বাদধন্য হতে পারে।
 
***
 
 
 
 
CG/BD/SB

(Release ID: 1699385) Visitor Counter : 140