যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

ভারতে টেলিযোগাযোগ সামগ্রীর উৎপাদন বিশ্বমানে পৌঁছবে

Posted On: 17 FEB 2021 3:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি, ২০২১

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা টেলিযোগাযোগ ও নেটওয়ার্কিং সামগ্রীর ক্ষেত্রে ১২ হাজার ১৯৫ কোটি টাকার বাজেট সংস্থান সহ উৎপাদন সংযুক্ত উৎসাহ ভাতা কর্মসূচি অনুমোদন করেছে।


উৎপাদন সংযুক্ত উৎসাহ ভাতা কর্মসূচির উদ্দেশ্যই হ’ল ভারতে টেলিযোগাযোগ ও নেটওয়ার্কিং সামগ্রীর উৎপাদন বাড়ানো এবং মেক ইন ইন্ডিয়া উদ্যোগের মাধ্যমে উৎসাহিত করে সুনির্দিষ্ট কয়েকটি টেলিযোগাযোগ ও নেটওয়ার্কিং সামগ্রীর ক্ষেত্রে বিনিয়োগ আকৃষ্ট করা এবং দেশীয় উৎপাদন বাড়াতে আর্থিক সুযোগ-সুবিধা দেওয়া। এই কর্মসূচির ফলে টেলিযোগাযোগ ও নেটওয়ার্কিং সামগ্রীর রপ্তানিও বাড়বে। ভারতে সুনির্দিষ্ট টেলিযোগাযোগ ও নেটওয়ার্কিং সামগ্রী উৎপাদনের সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে কর্মসূচির আওতায় সহায়তা দেওয়া হবে।


সারা বিশ্বে টেলিযোগাযোগ ও নেটওয়ার্কিং সামগ্রীর রপ্তানির বাজার ১০০ বিলিয়ন মার্কিন ডলার। ভারত বিশাল এই বাজারের সুবিধাও নিতে পারে। এই কর্মসূচির আওতায় বিশ্বের অগ্রণী সংস্থাগুলির কাছ থেকে বিপুল বিনিয়োগ আকৃষ্ট করে ভারতে টেলিযোগাযোগ ও নেটওয়ার্কিং সামগ্রীর উৎপাদন ক্ষমতা বাড়ানো সম্ভব। একই সঙ্গে, বিশ্ব বাজারের সুবিধা গ্রহণ করতে দেশীয় অগ্রণী সংস্থাগুলিকেও উৎসাহিত করা, যাতে তারা রপ্তানি বাজারে বড় ভূমিকা পালন করতে পারে।


ভারতের উৎপাদন ক্ষমতা ও রপ্তানির পরিমাণ বাড়াতে আত্মনির্ভর ভারত উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে এই কর্মসূচিতে অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ করা যেতে পারে, ২০২০-র নভেম্বরে টেলিযোগাযোগ দপ্তর সহ একাধিক মন্ত্রক ও দপ্তরের মাধ্যমে উৎপাদন সংযুক্ত উৎসাহ ভাতা কর্মসূচি রূপায়ণে মন্ত্রিসভা একটি বিশেষ কর্মসূচি গ্রহণের প্রস্তাব মঞ্জুর করে। এই বিশেষ কর্মসূচির অঙ্গ হিসাবেই ভারতে উৎপাদন ক্ষমতা বাড়ানো ও রপ্তানির পরিমাণ বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়।


ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির জন্য ৭-৪ শতাংশ সুদ ছাড় সহ সর্বনিম্ন ১০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। অবশ্য, ৫ বছরের বেশি মেয়াদী কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে ১০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে ৬-৪ শতাংশ পর্যন্ত সুদ ছাড়ের সুবিধা রয়েছে।


এই কর্মসূচির ফলে ভারত টেলিযোগাযোগ ও নেটওয়ার্কিং সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের অগ্রণী কেন্দ্র হয়ে উঠবে। আগামী ৫ বছরে উৎপাদন পরিমাণ ২ লক্ষ কোটি টাকায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে, মূল্যসংযোজন বৃদ্ধি পাওয়ার ফলে উৎপাদন ক্ষেত্রে ভারতে প্রতিযোগিতা আরও বাড়বে। টেলিযোগাযোগ ও নেটওয়ার্ক সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে এই কর্মসূচির ফলে ৩ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ হবে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। এই কর্মসূচির ফলে ভারত আত্মনির্ভরতার লক্ষ্যে আরেক ধাপ অগ্রসর হবে।

***

 

 

CG/BD/SB


(Release ID: 1698800) Visitor Counter : 182