আইনওবিচারমন্ত্রক

বিচারপতি শ্রী পুলিগোরু ভেঙ্কটা সঞ্জয় কুমার'কে মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি

Posted On: 13 FEB 2021 10:12AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
 
ভারতীয় সংবিধানের ২১৭ অনুচ্ছেদের ধারা (১) দ্বারা প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রপতি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি শ্রী পুলিগোরু ভেঙ্কটা সঞ্জয় কুমার'কে মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন। গতকাল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে ন্যায়- বিচার মন্ত্রকের অন্তর্গত  বিচার বিভাগ । বিচারপতি শ্রী পুলিগোরু ভেঙ্কটা সঞ্জয় কুমার ১৯৮৮ সালের ২৫ আগস্ট আইনজীবী হিসাবে নাম নথিভুক্ত করেন এবং অন্ধ্র প্রদেশ হাইকোর্টে দেওয়ানী, সাংবিধানিক ও পরিষেবা সম্পর্কিত বিষয়ে আইনজীবী হিসেবে অভিজ্ঞতা অর্জন করেন।  তিনি আট আগস্ট ২০০৮ এ অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের অতিরিক্ত বিচারক এবং ২০১০ সালে ২০ জানুয়ারী  স্থায়ী বিচারক হিসাবে নিযুক্ত হন।  ২০১৪ সালের ১৪  অক্টোবর তাঁকে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বিচারপতি হিসেবে নিযুক্ত  করা হয়।
 
***
 
 
 
CG/SS


(Release ID: 1697838) Visitor Counter : 131