প্রতিরক্ষামন্ত্রক

প্রেস বিজ্ঞপ্তি

प्रविष्टि तिथि: 13 FEB 2021 12:30PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ই ফেব্রুয়ারী, ২০২১

 

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত ডোভাল, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং গ্রুপ অ্যান্ড সেন্টার রুরকিতে  হকির চ্যাম্পিয়ানশিপের  ডোভাল ট্রফি বিজয়ী দলের হাতে তুলে দিয়েছেন।  তাঁর বাবা মেজর গুণানন্দ ডোভালের নামাঙ্কিত এই ট্রফি।  মেজর ডোভাল ছিলেন হকি খেলোয়াড়, যিনি বেঙ্গল সাপার্স দলের হয়ে খেলেছেন। শ্রী ডোভাল জানান, বেঙ্গল সাপার্স সেনাবাহিনীতে সব থেকে পুরানো রেজিমেন্ট। তিনি জানিয়েছেন, দেশের জন্য বেঙ্গল সাপার্স বিভিন্ন সময়ে যে সাফল্য রেখে গেছে, তাকে এগিয়ে নিয়ে যেতে যুব সম্প্রদায়কে তৎপর হতে হবে। শ্রী ডোভাল, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে  স্মৃতি সৌধে গিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।  

***

 

 

CG/CB/SFS


(रिलीज़ आईडी: 1697827) आगंतुक पटल : 170
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Tamil