শিল্পওবাণিজ্যমন্ত্রক
মূল খাতে উৎপাদনের পতন
Posted On:
12 FEB 2021 7:49PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ ফেব্রুয়ারি, ২০২১
সমগ্রহ দেশজুড়ে আটটি মূল শিল্পে উৎপাদনের হার ২০২০ সালের এপ্রিল মাসের তীব্র হ্রাসের পর এগুলির সামগ্রিকভাবে বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে।
এই আটটি মূল শিল্প হচ্ছে- কয়লা, অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম শোধনাগার, সার, ইস্পাত, সিমেন্ট ও বিদ্যুৎ। কোভিড জনিত পরিস্থিতির ফলে সারা বিশ্বজুড়ে অর্থনীতির ওপর একটা বড় আঘাত আসে। যেমন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান এবং ভারতেও লকডাউনের ফলে ক্ষতির সম্মুখীন হয়েছিল। তবে, লকডাউন শিথিল হওয়ার পর অর্থনৈতিক বেশ কয়েকটি ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা গেছে।
রাজ্যসভায় আজ এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী শ্রী সোমপ্রকাশ এই তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় সরকার শিল্পের বিকাশ এবং জিডিপি বৃদ্ধির লক্ষ্যে একগুচ্ছ সংস্কার মূলক পদক্ষেপ নিয়েছে। জিএসটির সরলীকরণ করা হয়েছে।মেক ইন ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে আঞ্চলিক স্তরে উৎপাদিত শিল্প সামগ্রীর উৎপাদনের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও উদারীকরণ করা হয়েছে। স্বচ্ছতা বজায় রাখতে জনধন আধার মোবাইলের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে কয়েকটি গার্হস্থ্য উৎপাদন শিল্পে কর্পোরেট করের পরিমান কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। যা সারা বিশ্বের মধ্যে সর্বনিম্ন। এছাড়াও কেন্দ্রীয় সরকার ২০২১-২২ আর্থিক বছরে বাজেটে বেশ কিছু ক্ষেত্রে বিকাশ ঘটিয়েছে। কোভিড জনিত অতিমারির ফলে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সরকার ২৭.১ লক্ষ্য কোটি টাকার বিশেষ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করে।
আত্মনির্ভর ভারত কর্মসূচিতে ইস্পাত শিল্পে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, মেক ইন ইন্ডিয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারত মিশন, জল জীবন মিশন প্রভৃতি প্রকল্প গুলির মাধ্যমে সিমেন্ট ইস্পাত এবং অন্যান্য নির্মাণ সামগ্রীর ব্যবহার বহুলাংশে বেড়েছে। যার সুপ্রভাব অর্থনীতির ওপর পড়েছে।
***
CG/ SB
(Release ID: 1697540)
Visitor Counter : 192