রেলমন্ত্রক

রেল স্টেশনগুলির আধুনিকীকরণ

Posted On: 12 FEB 2021 4:21PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ ফেব্রুয়ারি, ২০২১

পশ্চিম মধ্য রেলের হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশন এবং পশ্চিম রেলের গান্ধীনগর রেলস্টেশন পুনর্নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। উত্তর রেলের  গোমতী নগর  এবং অযোধ্যা  স্টেশনগুলির পুনর্নির্মাণের কাজ চলছে।

স্টেশন পুনর্নবীকরণ প্রকল্পগুলিতে বেশিরভাগ সরকারী বেসরকারী অংশীদারিত্ব (পিপিপি) মডেলে  কাজ চলছে। নাগপুর, অমৃতসর, সাবরমতি, গোয়ালিয়র, পুডুচেরি, তিরুপতি, নেল্লোর এবং দেরাদুন - এই ৮ টি স্টেশনে রিকোয়েস্ট ফর কোয়ালিফিকেশন (আরএফকিউ) চূড়ান্ত হয়েছে।এ ছাড়াও নতুন দিল্লি, ছাত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) এবং এরনাকুলাম - এই ৩ টি স্টেশনের জন্য আরএফকিউ আহ্বান  করা হয়েছে। 

রেল মন্ত্রক  চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, জার্মানি, জাপান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহী  সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে  যন্ত্র বিষয়ে  সহযোগিতার জন্য  সমঝোতা পত্র সাক্ষর / সহযোগিতা স্মারক / প্রোটোকল / চুক্তি স্বাক্ষর করেছে।এমনকি এই দেশগুলি থেকে   স্টেশন পুনর্নির্মাণে সুনির্দিষ্ট  ক্ষেত্র সহযোগিতাও মিলবে ।

 রেল, বাণিজ্য ও শিল্প ও উপোভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন  মন্ত্রী, শ্রী পীযূষ গোয়েল আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন।

***

 

 

CG/SS 


(Release ID: 1697502) Visitor Counter : 149
Read this release in: Tamil , English , Urdu , Punjabi