আয়ুষ

আন্তর্জাতিক ক্ষেত্রে আয়ুষ চর্চার প্রসার

Posted On: 09 FEB 2021 12:32PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৯ ফেব্রুয়ারি, ২০২১
 
আন্তর্জাতিক ক্ষেত্রে আয়ুষ চর্চার প্রসারকে স্বীকৃতি দিতে প্রচলিত ওষুধ এবং হোমিওপ্যাথির ক্ষেত্রে আয়ুষ মন্ত্রক বিভিন্ন দেশের  সঙ্গে সমঝোতা পত্র স্বাক্ষর করেছে। আয়ুষ মন্ত্রক এ পর্যন্ত ২৫ টি দেশের সঙ্গে এই ধরনের সমঝোতা পত্র স্বাক্ষর করেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী কিরেন রিজিযু আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন।
 
বিভিন্ন বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সাথে আয়ুষ নিয়ে গবেষণা করার জন্য ২৩টি সমঝোতা পত্র এবং আয়ুষ একাডেমিক চেয়ার স্থাপনের জন্য ১৩টি সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে।
 
সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের অন্তর্গত আয়ুর্বেদ, হোমিওপ্যাথিক এবং ইউনানী ও সিদ্ধার জেনারেল ডিউটি অফিসারদের বেতনক্রম এ্যালোপ্যাথিক চিকিৎসকদের সম হারে করা হয়েছে।
 
***
 
 
 
CG/ SB

(Release ID: 1696593) Visitor Counter : 106
Read this release in: English , Urdu , Manipuri , Punjabi