স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

আয়ুষ্মান ভারত যোজনার আওতায় উপকৃতদের তালিকা

Posted On: 09 FEB 2021 12:33PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৯ ফেব্রুয়ারি, ২০২১
 
 আয়ুষ্মান ভারত- প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় গত ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ হাজার ৩২১টি নথিভুক্ত স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে ১৯,৭১৪ কোটি টাকা অনুমোদিত হয়েছে। উপকৃত হয়েছেন ১.৫৯ কোটি ভর্তি রোগী।
 
আয়ুষ্মান ভারত- প্রধানমন্ত্রী আরোগ্য যোজনার মাধ্যমে প্রতিবছর পরিবার পিছু ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমার সংস্থান রয়েছে। আর্থিক দিক থেকে দুর্বলতর মানুষ এই পরিষেবার সুযোগ পান।  সারাদেশে এই যোজনার আওতায় ১০.৭৪ কোটি পরিবার অন্তর্ভুক্ত হয়েছিল।
পরবর্তীকালে আরও ১৩.১৭ কোটি পরিবার এর আওতায় আসায় মোট  মোট প্রায় ৬৫ কোটি মানুষ এই যোজনার সুযোগ নিতে পারবেন।
রাজ্যসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  প্রতিমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে এই তথ্য জানিয়েছেন।
 
পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান ভারত যোজনা প্রারম্ভিক ভাবে শুরু করলেও পরে তা প্রত্যাহার করে নেয়। এই যোজনায় এ পর্যন্ত ৩৩টি রাজ্যে মোট ১৩৬১৭২০৭৫ টি ই-কার্ড তৈরি করা হয়েছে বলে জানা গেছে।
 
***
 
 
 
 
CG/ SB

(Release ID: 1696505) Visitor Counter : 201