স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

জোরদার হবে জাতীয় শহরাঞ্চলীয় স্বাস্থ্য মিশন

Posted On: 09 FEB 2021 12:32PM by PIB Kolkata
 নতুনদিল্লি, ৯ই ফেব্রুয়ারি, ২০২১ 
 
জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনস্থ জাতীয় শহরাঞ্চলীয় স্বাস্থ্য মিশন ২০১৩ সালের মে মাস থেকে কাজ শুরু করে। শহরাঞ্চলের, বিশেষ করে শহরের বস্তি অঞ্চলের বাসিন্দা ও ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষদের আয়ত্তের মধ্যে উন্নত চিকিৎসা পরিষেবা দেবার জন্য এই প্রকল্প  শুরু হয়। রাজ্যগুলির নিজ নিজ স্বাস্থ্য দপ্তর বা নগর প্রশাসনের মাধ্যমে এই প্রকল্প রূপায়িত হচ্ছে।  
 
প্রকল্প শুরু হওয়ার পর থেকে রাজ্যগুলি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তথ্য সরবরাহ করছে। এ পর্যন্ত এই মিশনের জন্য ৬৪৯৩কোটি ২৮ লক্ষ টাকা দেওয়া হয়েছে। শহরাঞ্চলের ৫৪৩০টি স্বাস্থ্য কেন্দ্র থেকে এই প্রকল্প রূপায়নের কাজ চলছে। এই কাজে ৩৬৯২ জন মেডিক্যাল অফিসার, ৫০৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ৩৬,০৩৭জন প্যারামেডিক্যাল কর্মী, ৭৭,০১৯জন আশা কর্মী, ৯৩, ৬০০ জন এমএএস কর্মী বরাদ্দ করা হয়েছে। 
 
আয়ুষ্মান ভারত প্রকল্প ২০১৮ সালে শুরু হওয়ার পর এই সব স্বাস্থ্যকেন্দ্রগুলি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কেন্দ্র হিসেবে কাজ করছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই প্রকল্পের কাজকে আরো শক্তিশালী করার জন্য সরকার নানা পদক্ষেপ নিয়ে থাকে। এর জন্য বিভিন্ন সময়ে নীতি-নির্দেশিকা, পুস্তিকা প্রকাশ করা হয়েছে।  কর্মীদের জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয় । 
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে। 
 
***
 
 
 
CG/CB


(Release ID: 1696483) Visitor Counter : 99


Read this release in: Telugu , English , Urdu , Manipuri