প্রতিরক্ষামন্ত্রক

সশস্ত্র বাহিনীতে লিঙ্গ অনুপাত

Posted On: 08 FEB 2021 2:20PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৮ই ফেব্রুয়ারী, ২০২১

 

তিন সশস্ত্র বাহিনীতে পুরুষ এবং মহিলাকর্মী রয়েছেন। সেনাবাহিনীতে ১২ লক্ষ ১৮ হাজার ৩৬ জন পুরুষ ও ৬ হাজার ৮০৭ জন মহিলা কর্মরত। বিমান বাহিনীতে চিকিৎসক ও দন্ত চিকিৎসক ছাড়া ১ লক্ষ ৪৬ হাজার ৭২৭ জন পুরুষ ও ১ হাজার ৬০৭ জন মহিলা কাজ করেন। নৌবাহিনীতে ১০ হাজার ১০৮ জন পুরুষ ও ৭০৪ জন মহিলা কর্মরত। তবে, নৌবাহিনীতে শুধুমাত্র অফিসার পর্যায়েই মহিলাদের নিয়োগ করা হয়ে থাকে।

সশস্ত্র বাহিনীতে ২০১৯ এর তুলনায় ২০২০তে বেশি সংখ্যক মহিলা কর্মী নিয়োগ করা হয়েছে। এর মধ্যে চিকিৎসক, দন্ত চিকিৎসক এবং নার্সিং ক্যাডারের হিসাব যুক্ত করা হয় নি।   

জজ অ্যাডভোকেট জেনারেল পদে মহিলা আধিকারিকদের পার্মানেন্ট কমিশনে নিয়োগ করা হয়। আর্মি এডুকেশন করপসে মহিলাদের কাজের সুযোগ রয়েছে। কেন্দ্র, সম্প্রতি সব সশস্ত্র বাহিনীতে পার্মানেন্ট কমিশনে মহিলা আধিকারিকদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও মিলিটারী পুলিশ বাহিনীতে ক্রম পর্যায়ে ১৭০০ মহিলা নিয়োগ করা হবে। ভারতীয় বিমান বাহিনীতে মহিলাদের অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে। এর জন্য বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। ১৯৯২ সাল থেকে নৌবাহিনীতে আইন, শিক্ষা ও লজিস্টিকসে মহিলাদের আধিকারিক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। তবে, ২০০১ সালে নৌবাহিনীর কনস্ট্রাকটার ক্যাডারে, ২০০৮ এ অবজারভার স্পেশালাইজেশন, ২০১৬ সাল থেকে পাইলট, ২০১৭ সাল থেকে ন্যাভাল আর্মামেন্ট ইন্সপেক্টোরেট এবং ২০১৯ সাল থেকে খেলাধূলা ও সঙ্গীত বিভাগেও মহিলাদের নিয়োগ করা হচ্ছে।

রাজ্যসভায় আজ ড. ফৌজিয়া খান –এর এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী শ্রীপাদ নায়েক।

***

 

 

CG/CB/SFS



(Release ID: 1696360) Visitor Counter : 162